নিজস্ব সংবাদদাতা: দিঘায় বেড়াতে এসে রাতভর ধর্ষনের শিকার হলেন এক মহিলা, সঙ্গে লুট করে নেওয়া হয়েছে সর্বস্ব। রবিবার রাতের ঘটনায় রীতিমত আতঙ্কে ওই মহিলা। ঘটনাটি ঘটেছে দিঘা লাগোয়া ওড়িশার তালসারিতে। ঘটনায় সংশিষ্ট থানায় একটি আভিযোগ দায়ের করেছেন ওই মহিলা অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে ওড়িশা পুলিশ, দিঘা থেকেই যেহেতু ওই মহিলাকে নিয়ে যাওয়া হয়েছিল তাই দিঘা পুলিশের সঙ্গেও যোগাযোগ করছে তারা ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে চল্লিশোর্ধ ওই মহিলা দিন কয়েক আগে একাই দিঘায় বেড়াতে আসেন মালদহের ইংলিশ বাজার এলাকা থেকে। রবিবার দিঘা থেকে ট্রেন ধরে হাওড়া হয়ে মালদা যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর কিন্তু দিঘা স্টেশনে তাঁর পৌঁছাতে দেরি হওয়ায় নির্দিষ্ট ট্রেন ছেড়ে যায়। পরের দিন সকালের ট্রেন ধরার উদ্দেশ্য নিয়ে তিনি দিঘা স্টেশনেই রাতটা কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন । এসে ভয়ংকর অভিজ্ঞতার শিকার হলেন তিনি। সাহায্যের নাম করে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হল তাঁকে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মহিলার আভিযোগ স্টেশনেই আকাশ নামে এক বছর তিরিশের যুবক এসে মহিলার সাথে কথা বলতে বলতে নিজেকে একটি হোটেল মালিক বলে পরিচয় দিয়ে জানায় যে, রাতে এইভাবে স্টেশনে থাকাটা নিরাপদ নয়। মহিলার চাইতে বয়সে যথেষ্ট ছোট সেই যুবক এও বলে যে, সে তাঁর নিজের হোটেলেই মহিলাকে থাকার ব্যবস্থা করে দেবে এবং সাত সকালেই যাতে ট্রেন ধরতে পারে সেই দায়িত্বও নেবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ধর্ষিতা পর্যটক পুলিশকে জানায়, ‘অত্যন্ত নম্র ওই যুবক রীতিমত তাঁকে মাসি বলে সম্বোধন করছিল এবং আপনজনের মতই তাঁকে সতর্ক করছিল স্টেশনে না থাকার জন্য। এরপরই ওই মহিলা ওই যুবকের সাথে যেতে রাজি হয়। যুবকের মহিলাকে তালসারি মেরিন থানার অন্তর্গত চন্দনেশ্বরের একটি হোটেলে নিয়ে যায়। সেখানে সীতা নামক একটি হোটেলে একটি রুম দেওয়া হয় মহিলাকে। প্রচণ্ড ঠান্ডায় একটু চা খাওয়া দরকার বলে মহিলাকে চা দেয় ওই যুবক আর সেই চা খাওয়ার পরেই আচ্ছন্ন হয়ে পড়েন ওই মহিলা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মহিলার আভিযোগ, আচ্ছন্ন অবস্থাতেই তাঁকে ধর্ষন করা হয় এরপরই তাঁর ব্যাগ থেকে নগদ ৫০০০ টাকা এবং ১৮,০০০ টাকার মোবাইল নিয়ে সেখান থেকে ভোররাতে চম্পট দেয় অভিযুক্ত। ব্যাগে গুরুত্বপূর্ণ কিছু নথিও খোয়া গেছে। সোমবার সকালে বিষয়টি উপলব্ধি করার পরই তিনি যোগাযোগ করেন হোটেল মালিকের সাথে। মালিক তাঁকে থানায় বিষয়টি জানাতে বলেন। এরপরই মহিলা থানায় আভিযোগ দায়ের করেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তালসারি মেরিন থানা আভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে। হোটেলের মালিক ও কর্মচারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর দিঘা বর্ডার, রেল স্টেশন ও রাস্তার বিভিন্ন অংশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে তারা। পাশাপাশি মহিলাকে জিজ্ঞাসাবাদ করে যুবকের চেহারা সম্পর্কে একটা ধারনা পাওয়ার চেষ্টাও করা হচ্ছে। দিঘা পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেই তল্লাশি শুরু হয়েছে অভিযুক্তের খোঁজে ।