Homeএখন খবরশীতে দিঘার পর্যটক ধরতে লম্বা ছাড় রেলের, চার মাস চলবে এই বিশেষ...

শীতে দিঘার পর্যটক ধরতে লম্বা ছাড় রেলের, চার মাস চলবে এই বিশেষ ছাড়

এবার সড়ক পারিবহন ব্যবস্থার সাথে পাল্লা দিতে দিঘা সফরে বিশেষ ছাড়ের কথা ঘোষনা করল দক্ষিন পুর্ব রেল। বর্তমানে দিঘা যাওয়ার জন্য রেল তার পরিকাঠামোকে অনেকটাই উন্নত করে ফেলেছে। একাধিক ট্রেনের পাশাপাশি পুরো লাইনেই সম্পন্ন হয়েছে বৈদ্যুতিক সংযোগ । ফলে রেল যাত্রার সময়ও কমে গেছে অনেকখানি। ট্রেনে করে দিঘা যাওয়ার প্রবনতাও বেড়েছে পর্যটকদের। সেই সব কথা মাথায় রেখেই এবার লম্বা ছাড় ভাড়াতেও।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সামনেই শীত আর বছর শেষে বাড়ির পড়ুয়াদের বার্ষিকী পরীক্ষা শেষের পরই বাঙালির বেড়াতে যাওয়ার ধুম  আর এই সুযোগকেই কাজে লাগাতে ময়দানে নেমে পড়ল ভারতীয় রেল। দিঘাতে ভিড় হবেই তা ধরে নিয়ে দিঘাগামী ট্রেনে ডিসকাউন্ট ফেয়ার স্কিম চালু করল দক্ষিণ-পূর্ব রেল। অর্থাৎ পর্যটকদের ভাড়ায় ছাড় দেবে রেল। গাড়ি কিংবা বাস নয়, সপরিবারে যাতে পর্যটকরা যাতে ট্রেনেই দিঘায় যাতায়াত করে সেজন্যেই এই সিদ্ধান্ত।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রেলের সুত্রে জানা গেছে,  এক্সিকিউটিভ ক্লাসে বেস ফেয়ারের ওপর দেওয়া হবে ২০% ছাড় ৷ এসি চেয়ার কারে বেস ফেয়ারের ওপরে দেওয়া হবে ১৫ % ছাড় ৷ সুবিধা মিলবে ১২৮৪৭ হাওড়া দীঘা সুপার এসি এক্সপ্রেসে ৷ ১২৮৪৮ দীঘা-হাওড়া সুপার এসি এক্সপ্রেস ও ২২৮৯৮ দীঘা হাওড়া কান্ডারী এক্সপ্রেসে ৷

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ডিসেম্বর থেকে মার্চ অবধি চলবে এই ছাড় যদিও এই চার মাসে শুক্রবার, শনিবার ও রবিবার কিছু কিছু দিন বদল হবে এই পরিষেবা, এমনটাই রেলের তরফে জানানো হয়েছে। রেল মনে করছে, এই সুবিধা পাওয়ার ফলে পর্যটকদের দিঘা হোক কিংবা মন্দারমণি যাওয়ার ক্ষেত্রে ট্রেনে যাওয়ার প্রবনতা বাড়বে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দিঘা, শংকরপুর মন্দারমনির পর চাঁদপুর , জলপাই বড়গুলান সহ ছোট সৈকত গড়ে উঠেছে দিঘার আশেপাশে। আগে যেমন পর্যটকরা দিঘাতেই পড়ে থাকতেন তার বদলে এখন দিঘাকে কেন্দ্র করে ছোট ছোট ট্রিপ চলছে আশেপাশে। এ ক্ষেত্রে দিঘা অবধি ট্রেন সফর হলে খরচ অনেকটাই সাশ্রয় হয় । সেই জায়গাটাই ছুঁতে চাইছে রেল।

দিঘা আসার সড়কপথও যথেষ্টই উন্নত কিন্তু ব্যয় বহুল এবং দুর্ঘটনার ঝুঁকি থেকেই যায়। পরিবর্তে রেলপথ অনেকটাই নির্ঝঞ্ঝাট ও নিরাপদ। সেই রেলযাত্রার খরচ যদি আরও কমে যায় তবে সোনায় সোহাগা আর সেটাই করতে চাইছেন দক্ষিন পুর্ব রেলের কর্তারা।আর সেই কারণেই দিঘাগামী ট্রেনে এই ভাড়ায় এই ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিদ্যুতায়নের ফলে  রেলপথে দিঘা আরও কাছে চলে এসেছে কলকাতার। হাওড়া থেকে দিঘা পুরো পথে বিদ্যুতের ব্যবস্থা হওয়ায় দূর পাল্লার ট্রেনের সঙ্গে সঙ্গে এই লাইনে চলে ইএমইউ লোকালও। দীর্ঘদিন হাওড়া থেকে শুধু তমলুক পর্যন্ত রেললাইনে বিদ্যুতের ব্যবস্থা ছিল। তাই হাওড়া থেকে মেচেদা হয়ে পূর্ব মেদিনীপুরের জেলা শহর তমলুক পর্যন্তই ট্রেন চলত বিদ্যুতে। কিন্তু এখন সম্পূর্ণ বদলে গিয়েছে। পুরো লাইনই বিদ্যুৎ হয়ে গিয়েছে। দিঘা থেকে তমলুক প্রায় ৯০ কিলোমিটার রেললাইনের বিদ্যুতয়নের খাতে খরচ হয়েছে ৩০ কোটি টাকা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সামনে বড়দিন। লম্বা ছুটি। শীতের আমেজ সঙ্গে লম্বা ছুটি। সঙ্গে রয়েছে শনি রবির ছোট সফরও। সব মিলিয়ে ভিড় বাড়বে দিঘায়। আর সেই ভিড়কে রেলের কামরাবন্দি করতে আরও বাহারি প্যাকেজ নিয়ে হাজির হচ্ছে রেল। 

RELATED ARTICLES

Most Popular