নিউজ ডেস্ক: দিঘায় বেড়াতে গেলে করোনা নেগেটিভ রিপোর্ট সঙ্গে নিয়ে যেতে হবে এই ঘোষণার পর দুশ্চিন্তায় পড়েছিলেন পর্যটকরা। যিনি বা যারা অসুস্থ হননি তারা কেন করোনা পরীক্ষা করাবেন আর কোথায় পাবেন করোনা রিপোর্ট? এটাই ছিল মূল সমস্যা। অন্যদিকে মাথায় হাত পড়েছিল হোটেল মালিকদের। লকডাউন খরা কাটিয়ে সবে তাঁরা ব্যবসা জমাতে শুরু করেছিলেন। প্রশাসন নির্দেশ জারি করেছে হোটেলে পর্যটকদের জায়গা দিতে হলে অন্যান্য নথির সাথে পর্যটকদের করোনা নেগেটিভ রিপোর্ট অথবা পূর্ণাঙ্গ ভ্যাক্সিনেশন রিপোর্ট জমা করতে হবে।
গত সোমবারই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে এমন নির্দেশিকা জারির পর পর্যটক ও পর্যটন শিল্পের সাথের জড়িতদের কপালে দুশ্চিন্তার ভাঁজ দেখা দেয়। এবার সেই সমস্যা সমাধানে এগিয়ে এল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। ঠিক হয়েছে দিঘাতেই পর্যটকদের জন্য কোভিড পরীক্ষার ব্যবস্থা করা হবে। বুধবার থেকেই সমুদ্রে বেড়াতে যাওয়া সমস্ত পর্যটকরা করোনা পরীক্ষা করিয়ে প্রবেশ করতে পারবেন হোটেলে।
দিঘার দু’টি জায়গায় এর জন্য প্রস্তুত করা হয়েছে করোনা পরীক্ষার সেন্টারও। ফলে করোনাকালে এবার দিঘা যাওয়ার জন্য আর ভোগান্তির শিকার হবেন না পর্যটকরাও। জানা গিয়েছে, বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্যটকদের নুমনা পরীক্ষা করা হবে। যে দু’টি সেন্টারে কোভিড পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে, সেগুলি হল দিঘা-শংকরপুর হোটেলিয়ার অ্যাসোসিয়েশন অফিস এবং একঘর-কামিনি ব্লক হেল্থ সেন্টার। কোভিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে সঙ্গে সঙ্গেই হাতে মিলবে রিপোর্ট। নেগেটিভ এলেই কেল্লাফতে। সোজাসোজি এন্ট্রি মিলবে হোটেলে। সমুদ্র সৈকতে দু’দিনের ছুটি চুটিয়ে উপভোগ করতে আর কোনও বাধাই থাকবে না।
উল্লেখ্য প্রশাসনের সেই ঘোষনার পর সোমবার থেকে সৈকত প্রায় পর্যটকহীন। নদিয়ার রানাঘাট থেকে ৮ জনের একটি দল এসেছিল দিঘায়। দলের অন্যতম সদস্য সুব্রত বাঙাল বলছেন, ‘‘পরিবারের প্রবীণ সদস্যদের প্রতিষেধকের দ্বিতীয় ডোজ় হয়ে গিয়েছে। তবে অনেকেরই শুধু প্রথম ডোজ় হয়েছে। মোবাইলে সেই তথ্য দেখিয়ে ঘর চেয়েছিলাম। কিন্তু হোটেল কর্তৃপক্ষ রাজি হননি।’’ ওল্ড দিঘার একটি হোটেলের ম্যানেজার অনিমেষ সামন্ত বলেন, ‘‘এ দিন সকাল থেকে যাঁরা এসেছেন, তাঁদের কারও কাছেই করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট কিংবা দ্বিতীয় ডোজ়ের শংসাপত্র ছিল না। সকলকেই ফিরিয়ে দিতে হয়েছে।’’
জেলা প্রশাসন সূত্রে খবর, করোনা সংক্রমণ ঠেকাতেই এবার পূর্ব মেদিনীপুরের প্রধান চার পর্যটনকেন্দ্র- দিঘা, মন্দারমনি, তাজপুর এবং শংকরপুরে পর্যটকদের রাত্রিবাস করতে হলে সঙ্গে রাখতে হবে কোভিড নেগেটিভ রিপোর্ট অথবা ভ্যাক্সিনেশন সার্টিফিকেট এমন ঘোষণা করা হয়েছিল। বর্তমান ঘোষনা এবং উদ্যোগে ফের পর্যটকদের জন্য মুক্ত হয়ে যাবে দিঘা। যদিও এতে পর্যটকদের ভিড় আরও বাড়বে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। এতে বেপরোয়া ভিড়ে করোনাবিধি লঙ্ঘন হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।