Homeএখন খবররাতেই জলোচ্ছ্বাসে উত্তাল দিঘা, ঢেউ ছুঁতে গিয়ে তলিয়ে গিয়েও গুরুতর আহত অবস্থায়...

রাতেই জলোচ্ছ্বাসে উত্তাল দিঘা, ঢেউ ছুঁতে গিয়ে তলিয়ে গিয়েও গুরুতর আহত অবস্থায় উদ্ধার পর্যটক

নিজস্ব সংবাদদাতা: বুধবার পূর্ণিমা ছিল আর বৃহস্পতিবার তারই রেশ ধরে কোটালে প্রভাবে রাতেই উত্তাল হয়ে উঠল দিঘার সমুদ্র। রাতের ব্যাপক জলোচ্ছ্বাসের খবর পেয়েই তড়িঘড়ি হোটেলে ঢুকে পড়া পর্যটকরা ছুটলেন সমুদ্রের পাড়ে ফলে ঘটে গেল দুর্ঘটনাও। ঢেউ ছুঁতে গিয়ে তলিয়ে গেলেন এক পর্যটক। বরাত জোরে এবং নুলিয়াদের প্রচেষ্টায় রক্ষা পেলেও গুরুতর আহত হয়েছেন ওই পর্যটক।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিন জলোচ্ছাস শুরু হয়  রাত্রি আটটা নাগাদ যখন পর্যটকদের একাংশ হোটেলমুখি ছিলেন। কিছু পর্যটক কেনাকাটায় ব্যস্ত ছিলেন সৈকত বাজারে। তখনই আচমকা ফুলেফেঁপে ওঠে সমুদ্র।অশান্ত ঢেউ একে একে আছড়ে পড়ে গার্ডওয়ালের ওপর। গার্ডওয়াল পেরিয়ে ঢেউ আছড়ে পড়ে রাস্তাতেও।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সৈকতে আচমকা জলোচ্ছ্বাস বাড়তি পাওনা হতেই হুড়োহুড়ি শুরু হয়ে যায় জলোচ্ছাস দেখার । কেউ কেউ মোবাইলে ফোন করে হোটেলে ফিরে যাওয়া পর্যটকবন্ধুদের জলোচ্ছ্বাসের খবর দিতেই ছুটে আসেন তাঁরাও।  মেতে ওঠার চেষ্টা করেন পর্যটকরা। এদিকে বিপদ বাড়তে পারে অনুভব করেই উত্তাল সমুদ্র থেকে পর্যটকদের দুরে থাকার জন্য  প্রচার শুরু করে দেয় নুলিয়া-পুলিশ।সৈকত থেকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয় পর্যটকদের।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এসবের মধ্যেই দুর্ঘটনা ঘটে যায় পুরোনো দিঘার ২ নম্বর ঘাটে। আনন্দে আত্মহারা এক পর্যটক নিষেধাজ্ঞা অমান্য করেই ঢেউ ছুঁতে গিয়ে ঢেউয়ের তোড়ে তলিয়ে যান।  টালিগঞ্জের বাসিন্দা অজয়কুমার দে কে প্রায় সাথে সাথেই সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করেন কর্তব্যরত নুলিয়া ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের জওয়ানরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যদিও ঢেউয়ের তোড়ে পাড়ে থাকা পাথরের বাঁধানো শানে কয়েক পাক খেয়ে গুরুতর জখম হন তিনি। সঙ্গে সঙ্গে ওই ৪৮বছর বয়স্ক পর্যটককে নিয়ে যাওয়া হয়  দিঘা স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।পূর্ণিমা কোটালের কারণে আগামী কয়েকদিনও সমুদ্র উত্তাল হতে পারে বলে মনে করা হচ্ছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিন প্রায় কুড়ি মিনিট স্থায়ী হয়েছে এই প্রবল জলোচ্ছাস যদিও জোয়ারের প্রাবল্য ছিল আরও বেশ কিছুক্ষন।
দিঘা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে আগামীকালও সতর্ক করা হয়েছে পর্যটকদের। পরিস্থিতি পর্যবেক্ষণ করেই সকালে পর্যটকদের সমুদ্রে নামতে দেওয়া হতে পারে। পরিস্থিতি খারাপ হলে শুক্রবার সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারিও করতে পারে পুলিশ। 

RELATED ARTICLES

Most Popular