নিজস্ব সংবাদদাতা: দিঘায় দুদিনের বানিজ্য সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার মধ্যে দিঘায় মৎসজীবিদের জালে উঠে এল এক দানবীয় মাছ যা ‘ডেভিল ফিস’ নামে পরিচিত। এদিন দিঘা মোহনায় মৎস্যজীবীর জালে উঠে আসা বিশালাকার সামুদ্রিক মাছ দেখার জন্য পর্যটকদের ভিড় উপচে পড়ে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আন্তর্জাতিক জৈব বৈচিত্র সংরক্ষন তালিকায় থাকা এই ডেভিল ফিস যা লেসার ডেভিল রে নামেই সমুদ্র বিজ্ঞানীদের কাছে পরিচিত চুড়ান্ত লাল তালিকায় রয়েছে যার অর্থ খুব দ্রুত বিলুপ্ত প্রজাতির তালিকায় রয়েছে । যথেচ্ছ মৎস্য শিকার, বিশ্ব উষ্ণায়ন ইত্যাদি কারনে আগামী ৬০বছরের মধ্যেই এর অর্ধেক নিশ্চিহ্ন হওয়ার পথে ডেভিল ফিস ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উপর-নিচ চ্যাপ্টা, বাদুড়ের মতো দেখতে দীর্ঘ লেজ বিশিষ্ট এই মাছটি শংকর প্রজাতির।
বৃহস্পতিবার সকালে দিঘা মহানার আড়তে ওঠা ডেভিল ফিশের ওজন ছিল প্রায় ৮০০ কেজি। জানা গেছে সাধারন ভাবে ভূমধ্যসাগর ও আটলান্টিক সাগরের একটি অংশে থাকা এই প্রজাতির সমুদ্রের ২৩০০ফুট গভীরে অবধি চলে যেতে পারে যদিও সাধারনভাবে ১৬৫ফুট গভীরে তারা বিচরন করতেই অভ্যস্থ। সর্বাধিক ১৭ফুট লম্বা ও সমান ব্যাসের এই মাছ ২০বছর অবধি বাঁচতে পারে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সাধারন ভাবে ১৮জনের দলে থাকতে দেখা যায় এই প্রজাতিকে এবং মায়ের গর্ভেই ডিমের মধ্যে পূর্ণতা পাওয়ার পরেই এর ছানারা বেরিয়ে আসে। বঙ্গোপসাগরে বিরল এই মাছটি দেখার জন্য এবং ছবি তুলতে হইহই পড়ে যায় পর্যটক এবং স্থানীয়দের মধ্যে।মৎস্যজীবী রতন কুমার জানার ট্রলারে ধরা পড়েছিল মাছটি। ৮০০কেজির মাছটিকে ২৫ হাজারে মাছটিকে কিনেছে কলকতার একটি সংস্থা।