Homeএখন খবরকোটি কোটি টাকায় ভুলে ভরা দিঘা সাজছে বিশ্ব বানিজ্য সম্মেলনের জন্য

কোটি কোটি টাকায় ভুলে ভরা দিঘা সাজছে বিশ্ব বানিজ্য সম্মেলনের জন্য

                 
নিজস্ব সংবাদদাতা: মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দিঘায় শুরু হচ্ছে বিশ্ব বানিজ্য সম্মেলন। রাজ্যের একমাত্র সৈকত শহর দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এবার অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব বাণিজ্য সম্মেলন। জানা গিয়েছে চলতি মাস অর্থাৎ ডিসেম্বরে ১১,১২, তারিখে দিঘার কনভেনশন সেন্টারে আয়োজিত হতে চলেছে এই সম্মেলন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সেই দিঘাকে সাজাতে চলছে জোর কদমে প্রস্তুতি। দুদিনের এই কর্মকাণ্ডে খরচ হতে চলেছে প্রায় ২৮কোটি যার মধ্যে শুধু মণ্ডপই তৈরি হচ্ছে দেড় কোটি টাকার। অথচ গোটাটাই যেন এক বালতি দুধে এক ফোঁটা গরুর চনা। ভুলে ভরা পোষ্টার আর ব্যানারে সজ্জায় রীতিমত অস্বস্তিতে জেলা প্রশাসন।

এই অনুষ্ঠান সহ দিঘা সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে। ইংরেজিতে তৈরি  বিভিন্ন পোষ্টার ও ব্যানারে মূখ্যমন্ত্রীর ছবি সম্মিলিত আগত প্রতিনিধিদের ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে ‘বাই কার্টসি’র জায়গায় লেখা হয়েছে ‘ইন কার্টসি’। বিষয়টা নজরে আসার পরেই এই মারাত্মক ভুল দেখে  চমকে উঠেছে জেলা তথা দিঘা প্রশাসন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জেলা প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, ‘ এটা মারাত্মক লজ্জার । প্রায় ৩৫ টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। আমন্ত্রিত মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, পোল্যান্ড, ফ্রান্স, চেকোশ্লোভাকিয়া, অস্ট্রেলিয়া, চিন, বাংলাদেশের মতো দেশের প্রতিনিধি ও শিল্পপতিরা। সেখানে এরকম ভুল কাঙ্খিত নয়।”


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যাঁদের নামে এই ভুল পোষ্টার ও ব্যানার ছাপা হয়েছে সেই পুর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস জানিয়েছেন, ” লজ্জাকর এই ভুল। দায়িত্বে থাকা ইভেন্ট ম্যানেজম্যান্ট সংস্থাই এটা করেছে। অবিলম্বে শুধরে নিতে বলা হয়েছে এই ভুল।”
   পুর্ব মেদিনীপুরের জেলা শাসক পার্থ ঘোষ জানিয়েছেন, অত্যন্ত দৃষ্টিকটু এই ভুল। দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। 

RELATED ARTICLES

Most Popular