Homeএখন খবরজঙ্গলে জনরোষের মুখে বিধায়ক, নিজের কর্মীদেরই বাধার মুখে 'দিদিকে বল' বাতিল করে...

জঙ্গলে জনরোষের মুখে বিধায়ক, নিজের কর্মীদেরই বাধার মুখে ‘দিদিকে বল’ বাতিল করে ফিরলেন ডেপুটি স্পিকার

নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে মুখ পুড়েছে শাসকের। একের পর জঙ্গলমহলের আসন হাতছাড়া হয়েছে। সেই ক্ষত মেরামতের জন্য টিম পিকের নিদান ছিল  দিদিকে বলো কর্মসুচি। গ্রামে গ্রামে গিয়ে মানু্ষের কাছে অভাব অভিযোগ শুনতে হবে নেতা নেত্রী মন্ত্রী বিধায়কদের। আর সেটা করতে গিয়ে গ্রামবাসীদের জনরোষের মুখে পড়লেন ঝাড়গ্রামের বিধায়ক, বিধানসভার ডেপুটি স্পিকার তথা প্রাক্তন মন্ত্রী সুকুমার হাঁসদা।
              
সোমবার ঝাড়্গ্রাম জেলার বিনপুর এক ব্লকের দহিজুড়ীর বাঁদরবনী গ্রামে জনসংযোগ যাত্রা দিদিকে বলো কর্মসুচি করার জন্য  এদিন সন্ধ্যায় গ্রামে পৌছায় বিধায়ক সহ একাধিক শাসক দলের একাধিক নেতা কর্মীরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গ্রামে বিধায়ক পৌছানোর পরেই গ্রামবাসীরা তাদের ক্ষোভ উগরে দেন। গ্রামবাসীরা অভিযোগ তুলেন এতদিন কোথায় ছিলেন? ভোটের পর থেকে এলাকায় দেখা যায় না বিধায়ককে। গ্রামবাসীরা দাবি তোলেন বিধায়ক থাকলে দিদিকে বলো কর্মসুচি করতেই দেবেন না।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সব চেয়ে বড় কথা জনগনের চাপের মুখে বিধায়কের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় দলীয় কর্মীদেরও। এলাকার অনুন্নয়ন, রাস্তা ঘাটের দুরবস্থা, কাটমানির বিনিময়ে সরকারি আবাস , শৌচাগার পাইয়ে দেওয়ার জন্য ঘর বাড়ি করতে না পারা ইত্যাদি নানা অভিযোগে তীব্র ক্ষোব প্রকাশ করেন গ্রামবাসীরা । যদিও বিনপুর এক ব্লকের ব্লক সভাপতি শ্যামল মাহাতর আশ্বাসে বিক্ষোভ কিছুটা প্রশমিত হয়। কোনও রকমে এলাকা থেকে বের করে আনা হয়  বিধায়ককে এরপর আর দিদিকে বলো কর্মসুচি করতে পারেনি তৃণমুল নেতৃত্ব।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঝাড়গ্রামের তৃনমূল নেতা প্রসুন ষড়ঙ্গী বিক্ষোভের কথা মেনে নিয়ে বলেন, ” আমিও শুনেছি বিক্ষোভ হয়েছে বিধায়ককে ঘিরে। কিন্ত ঠিক কি কারনে গ্রামবাসী বা দলীয় কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছে তা এখনও জানতে পারিনি । বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে । তারপরই জেলা সভাপতি বিষয়টি নিয়ে জানাবেন।” 

RELATED ARTICLES

Most Popular