Homeএখন খবর৪৩জনের প্রান নিয়েও শিক্ষা নেয়নি দিল্লি, আবারও আগুনের গ্রাসে বাজার

৪৩জনের প্রান নিয়েও শিক্ষা নেয়নি দিল্লি, আবারও আগুনের গ্রাসে বাজার

নিজস্ব সংবাদদাতা:আনাজ মাণ্ডির অভিশপ্ত আগুনের ঘটনা এখনও মানু্ষের ভয়াবহ স্মৃতিতে। ৪৩জনের প্রান কেড়ে নেওয়া সেই মর্মান্তিক ঘটনা থেকে বোধহয় কোনও শিক্ষাই নেয়নি দিল্লি। আর সে কারনেই শনিবার ভোরে আবার জ্বলে উঠল দিল্লি যার এবারকার ঠিকানা  পশ্চিম দিল্লির মুন্ডকা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শনিবার সকালে আচমকাই এলাকার একটি গোডাউনে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২১টি ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শীদের মতে, শনিবার ভোর ৫টা নাগাদ পশ্চিম দিল্লির মুন্ডকা এলাকার একটি গোডাউন থেকে তাঁরা কালো ধোঁয়া বেরোতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা। তবে তার আগে স্থানীয়রাই আগুন নেভানোর কাজ শুরু করে দেন। উদ্ধার করা হয় গোডাউনে আটকে পড়া কয়েকজনকে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দমকলের প্রায় ২১টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা শুরু করেছে। যদিও আগুন এখনও নেভানো সম্ভব হয়নি। আগুন আয়ত্ত্বে আনতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন দমকলকর্মীরা। তবে স্থানীয়দের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি বলে দমকলের তরফে জানানো হয়েছে। ঘটনায় এখনও কোনও হতাহতের খবর মেলেনি। তবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা আগুন নিভে যাওয়ার পরই জানা যাবে। ঘটনাস্থল খতিয়ে দেখতে মুন্ডকা এলাকায় পৌঁছেছে পুলিশ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
৪৩জনের আগুনে পুড়ে ও দমবন্ধ হয়ে মৃত্যুর ঘটনার এক সপ্তাহের মধ্যে এটা তৃতীয় ঘটনা। দ্বিতীয় ঘটনার স্বাক্ষী ছিল মঙ্গলবার দিল্লির কিরারি মার্কেট। কাঠের আসবাবপত্রের জন্য বিখ্যাত ওই বাজারে আগুন লাগার পর কাঠের কারনেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন ধরে যায় পরপর কয়েকটি গুদাম ও দোকানে। ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা। দমকলের ৮টি ইঞ্জিন কয়েকঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভাতে সমর্থন হয়। ঘটনায় কেউ হতাহত হয়নি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আর অভিশপ্ত সেই ভয়াবহ দিনটি ছিল ঠিক তার আগের রবিবার!  ভোরবেলা দিল্লির আনাজ মান্ডি এলাকার চারতলা একটি বাড়িতে আগুন লাগে। দমকলের মোট ৩০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে মৃত্যু হয় অন্তত ৪৩ জনের। বিল্ডিংয়ের ভিতর থেকে উদ্ধার করা হয় ৫০ জনেরও বেশি বাসিন্দাকে। আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রশ্ন একটাই , বারবার এই অগ্নিকান্ডের পরও কেন হুঁশ ফিরছেনা দিল্লি প্রশাসন ও পুলিশের? কি করছে দমকল বিভাগ! বেআইনি ভাবে বিদ্যুৎ সংযোগ, পুরোনো ওয়ারিং খতিয়ে দেখা হচ্ছেনা কেন?

RELATED ARTICLES

Most Popular