Homeরাজ্যউত্তরবঙ্গহেরো গৌতমের পুনর্বাসন ! রাজ্যের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন অশোক-শঙ্করের

হেরো গৌতমের পুনর্বাসন ! রাজ্যের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন অশোক-শঙ্করের

নিউজ ডেস্ক: তৃণমূলকে ভোট না দিলে উচ্ছেদ করে দেওয়ার হুমকি দিয়ে নিজেই উচ্ছেদ হয়ে গেছেন গৌতম দেব। গো-হারান হেরেছেন উত্তরে তৃনমূলের প্রধান মুখ। কিন্তু সেই হেরোকেই শিলিগুড়ি পুরনিগমের নতুন প্রশাসকের পদে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মন্ত্রী গৌতম দেব সম্প্রতি ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বীতা করে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন। তারপর থেকেই জল্পনা চলছিল রাজ্য সরকার তাঁকে কোনও গুরুত্বপূর্ণ পদে পুনর্বাসন দিতে পারেন। সেই জল্পনা সত্যি করেই শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক পদে বসানো হল গৌতম দেবকে।

এছাড়াও প্রশাসক বোর্ডের কমিটিতে রাখা হয়েছে প্রাক্তন বিরোধী দলনেতা তৃণমূলের রঞ্জন সরকার, তৃণমূল শ্রমিক নেতা অলোক চক্রবর্তী ও শহরের বিশিষ্ট ব্যবসায়ী বিবেক বৈদকে। এর আগে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ছিলেন শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।

এরপরই অশোক ভট্টাচার্য বলেন, ‘রাজ্যে বিরোধী দল ও শাসক দলের জন্য ভিন্ন আইন। সবক্ষেত্রে এক হওয়া উচিৎ। আমি নির্বাচনে হেরে গিয়েছি। আমার ইচ্ছেও নেই প্রশাসক হওয়ার। তবে কলকাতায় যা হয়েছে এখানেও তা হওয়া উচিৎ ছিল। আগে আমাকে জানানো উচিৎ ছিল। তারপর সিদ্ধান্ত নেওয়া উচিৎ। কোনও নীতি, যুক্তি নেই।‘

অন্যদিকে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, ‘রাজ্য সরকার নিজেদের ইচ্ছেমতো প্রশাসক ঠিক করছেন। এটা দুর্ভাগ্যজনক। এই সিদ্ধান্ত কতোটা ঠিক তা শহরের মানুষ ঠিক করবে।‘ উল্লেখ্য শুধু গৌতম দেবই নন, উত্তরে একের পর এক নেতা মন্ত্রী পরাজিত হয়েছেন এবার। পরাজিত হয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষও। দার্জিলিংয়ের সমস্ত আসনেই পরাজিত তৃনমূল।

RELATED ARTICLES

Most Popular