Homeএখন খবরআবারও সেই ডেবরায় গনধর্ষন! রাস্তা থেকে কাঁধে করে জঙ্গলে নিয়ে গিয়ে...

আবারও সেই ডেবরায় গনধর্ষন! রাস্তা থেকে কাঁধে করে জঙ্গলে নিয়ে গিয়ে নাবালিকা ছাত্রীকে ধর্ষন করল গাঁজা আর মদের ঠেকের দুষ্কৃতিরা

সেই রাস্তা ও সেই জঙ্গল 

নিজস্ব সংবাদদাতা: রাত কিংবা বিকাল নয়, দুপুর আড়াইটা! প্রকাশ্য রাস্তা থেকে মুখে গামছা জড়িয়ে কাঁধে করে তুলে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে এক একাদশ শ্রেনীর ছাত্রীকে ধর্ষন করল একদল দুষ্কৃতি। রবিবারের এই গোটা ঘটনায় স্তম্ভিত ও ক্রুদ্ধ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার ওই নির্যাতিতার গ্রাম। ঘটনার জেরে অচেতন হয়ে পড়া ওই ১৭বছরের কিশোরীকে রবিবার রাতেই প্রথমে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল ও পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেছে পুলিশ। ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৫ অভিযুক্ত।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কিশোরীর বাবা থানায় আভিযোগ জানাতে গিয়ে বলেছেন, ” বড়দিনের ছুটি চলায় পাশের পিংলা থানা এলাকায় নিজের মামাবাড়ি গেছিল ওই কিশোরী। রবিবার দুপুরে সেখানে খাওয়া দাওয়া করে নিজের সাইকেল করেই ফিরছিল সে। বাড়ি থেকে প্রায় সাত কিলোমিটার দুরে  কালুয়া বৃন্দাবন চক এলাকায় একটি বড় পুকুর রয়েছে যা মুচি পুকুর নামে পরিচিত। এই পুকুরের এক পাশ দিয়ে গিয়েছে ওই রাস্তা যেটা দিয়েই ফিরছিল নাবালিকা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুকুরের অন্য পাড়ে ঘন জঙ্গল। আর সেই জঙ্গলেই চলে মদ গাঁজা সহ জুয়াড়িদের নিত্য নৈমিত্তিক আসর। নির্যাতিতা পুকুর পাড় বরাবর আসতেই তার পথ আটকায় দুই দুস্কৃতি। তাদের সঙ্গে জঙ্গলে যেতে বলে। আপত্তি জানায় কিশোরী আর তখুনি তার মুখে গামছা জড়িয়ে কাঁধে তুলে নেয় দুজন, ফলে চিৎকার করার সুযোগ পায়নি ওই ছাত্রী। এরপরই একে পর একে  ধর্ষন করা হয়।”

থানা থেকে আদালতের পথে 

কিশোরীর প্রতিবেশিরা জানিয়েছেন,” অত্যাচারে জ্ঞান হারায় মেয়েটি। দুস্কৃতিরা চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরায় কয়েকঘন্টার পর।  বিকাল ৫টার কিছু পরে অন্ধকার নামলে ওই ছাত্রীকে বাড়ির সামনেই ফেলে  দিয়ে চলে যায়। বাড়িতে ফেরার কিছুক্ষনের মধ্যেই আবার জ্ঞান হারায় মেয়েটি তার আগে অসুস্থ বোধ করলে উদ্বিগ্ন মা কে জানায় গোটা ঘটনা। এরপরই প্রতিবেশিদের সহায়তায় মেয়ে কে হাসপাতালে নিয়ে আসে ওই প্রান্তিক কৃষক পরিবারটি। বাবা থানায় আভিযোগ দায়ের করেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আভিযোগ পেয়েই তল্লাশি অভিযানে নেমে পড়ে পুলিশ। রাতের মধ্যেই একে একে গ্রেপ্তার হয় সঞ্জু নাগ, শুভদীপ মৈনান , সায়ন ও বিশ্বজিৎ খাঁড়া এবং আকাশ সিং।
গ্রামবাসিদের আভিযোগ দিনের পর দিন ওই পুকুরপাড় সংলগ্ন এলাকাটি ত্রাসে পরিনত হয়েছে ।

চোলাই মদ এবং গাঁজার অবাধ চালান হয় এখানে। আর এই নেশার কারনেই দুর্বৃত্ত হয়ে পড়ছে তরুন সমাজ। গ্রামে গঞ্জে ব্যাঙের ছাতার মত চোলাই মদের ঠেক গজিয়ে উঠছে। কয়েক মাস আগেই এখান থেকেই মাত্র কয়েক কিলোমিটার দুরে এই থানারই পশং গ্রামে এরকমই এক নাবালিকাকে ধর্ষন করে ফেলে গিয়েছিল দুষ্কৃতিরা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ ঘটনাস্থল থেকে গাঁজার কলকে, মদের চাট, মেয়েটির সাইকেল উদ্ধার করেছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। ধৃত পাঁচজনকে আদালতে পেশ করার পর তাঁদের টি.আই প্যাড করানোর জন্য আবেদন করে পুলিশ। পুলিশ জানিয়েছে আপাতত টি.আই.প্যারেড বা শনাক্ত করনের জন্য জেলে রাখা হয়েছে। ৫জনের সবাই অথবা ক’জন ধর্ষনে যুক্ত ছিল, কার কি ধরনের ভূমিকা ছিল সবটাই জানা যাবে ওই প্রক্রিয়ায়। তারপরই ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলায় যুক্ত করা হবে। 

RELATED ARTICLES

Most Popular