নিউজ ডেস্ক: দেশে করোনার ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের তান্ডব অব্যহত রয়েছে। নতুন করোনা রোগীর সংখ্যা কমলেও, মৃত্যুর সংখ্যা কিন্তু কমছে না। গত ২৪ ঘন্টায় ৬২ হাজার ২২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। একই সময়ে, ২ হাজার ৫৪২ জন মারা গেছেন।
একনজরে বুঝে নেওয়া যাক দেশের করোনার সর্বশেষ পরিস্থিতি
মোট করোনা আক্রান্ত- ২ কোটি ৯৬ লক্ষ ৩৩ হাজার ১০৫ ।
মোট করোনার পরীক্ষা হয়েছে – ২ কোটি ৮৩ লাখ ৮৮ হাজার ১০০ ।
মোট করোনায় মৃত্যু হয়েছে- ৩ লক্ষ ৭৯ হাজার ৫৭৩ জনের।
মোট সক্রিয় রোগীর সংখ্যা – ৮ লক্ষ ৬৫ হাজার ৪৩২ ।
মোট টিকা – ২৬ কোটি ১৯ লক্ষ ৭২ হাজার ১৪ ।
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে, এখন দেশে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৫.৮০ শতাংশে। একই সময়ে, সাপ্তাহিক পজিটিভিটি রেটও বর্তমানে ৫ শতাংশ থেকে কমে ৪.১৭ শতাংশে হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে যে, দৈনিক পজিটিভিটি রেট ৩.২২%, যা টানা নয় দিন ধরে ৫% এরও কম রয়েছে।
অন্যদিকে,পশ্চিমবঙ্গে কমলো দৈনিক সংক্রমন ও মৃত্যু।রাজ্যে আজও করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজারের কাছাকাছি। অন্যদিকে কমছে মৃত্যুও। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত একদিনে রাজ্যে নতুন করে করোনা করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৬৮ জন। এই সময়পর্বে মৃত্যু হয়েছে ৭৫ জনের।
আরেক দিকে,অনেকটাই ভালো অবস্থায় কলকাতা ও উত্তর ২৪ পরগণা জেলা। যদিও মৃত্যুর সংখ্যা এখনও অল্প চিন্তার ভাঁজ ফেলছস। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত একদিনে উত্তর ২৪ পরগণায় করোনা আক্রান্ত ৪৬৫ এবং মৃত ২৩, কলকাতা দৈনিক করোনা আক্রান্ত যথাক্রমে ৩৭০ এবং মৃত্যু হয়েছে ২১ জনের ।