Homeএখন খবরHoroscpoe: আজকের রাশিফল; ২০জুলাই২'২০২১

Horoscpoe: আজকের রাশিফল; ২০জুলাই২’২০২১

আজ মঙ্গলবার ২০ জুলাই ২০২১, বাংলা ৩০শে আষাঢ় ১৪২৮ সন। ১২টি রাশির জাতক জাতিকার ভাগ্য কেমন থাকবে জেনে নিন।

মেষঃ শারীরিক সমস্যায় বহু অর্থ ব্যয় সম্ভবনা। বন্ধুদের সঙ্গে সংসারে সমস্যা দেখা দিতে পারে। বাইরের খেলাধূলা আপনাকে আকর্ষণ করবে। সঙ্গীর মেজাজ খারাপ না করলে, দিনটা ভালোই কাটবে। ভালোবাসার সম্পর্কে হট করে কোন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আজ কর্মক্ষেত্রে বিতর্কে জড়াবেননা। বিপরীত ফলহবে।

বৃষভঃ মামলায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আছে। অতীতের কেউ আজকের দিনে যোগাযোগ করায়, পুরনো স্মৃতি মনে আসবে। অন্যদের সঙ্গে নিজের খুশি ভাগ করে নিলে, শরীর সুস্থ থাকে। আজকের দিনে কোন বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। সন্ধ্যের দিকে আর্থিক উপার্জন ভালো হবে। আজ সারা দিন ব্যবসা ভাল চলললেও পরে জটিলতা আসতে পারে।

মিথুনঃ সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহনে দুর্ঘটনা যোগ। অতিরিক্ত সতর্ক থাকুন। আপনার মিষ্টি স্বভাব সকলে খুশিতে রাখবে। হাসি দিয়ে সমস্ত সমস্যার সমাধান করুন। ফাঁকা সময়ে সকলের থেকে দূরে গিয়ে পছন্দের কাজ করতে পারবেন। বিভিন্ন উৎস থেকে আজকের দিনে আর্থিক উপার্জন আসবে যদি নিজে তৎপর হন।

কর্কটঃ আর্থিক টানাপড়েনের জন্য ব্যবসায় অশান্তি দেখা দিতে পারে। অবসর সময় পুরনো দিনের কাজ করতে পারবেন। নিজের কাছে যা আছে, তাই ব্যবহার করুন, বেশি কেনার দরকার নেই। বিবাহিত জীবনের সেরা দিন হবে আজ। কোন কাজে পিতা মাতাকে সন্তুষ্ট করা কঠিন হবে আজকের দিনে।

সিংহঃ প্রেমে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে।
বাচ্চাদের সঙ্গে কিছুয়া সময় কাটানোর দরকার। বেশি চিন্তা করা ঠিক নয়, সুখ এমনই আসবে। শরীর চর্চার শেষ নিজের জন্য কিছুটা সময় পেলে, তা সঠিক কাজে লাগান। দীর্ঘদিন ধরে ঋণ নেপ্যার প্ল্যান করে থাকলে। আজকে তা নিতে পারেন। বাড়িতে চুরি হতে পারে।

কন্যাঃ ব্যবসা বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন
আজকের দিনে অনেক অর্থের অধিকারী হয়ে, মানসিক শান্তি বজায় থাকবে। আঢাকা খাবার খাওয়ার দিকে নজর দিন। ব্যবসায়ীদের জন্য আজকের দিন শুভ। বেশি চাপ নিলে মানসিক উত্তেজনা হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন, অসুস্থ হওয়ার আশঙ্কা আছে।

তুলাঃ কর্মক্ষেত্রে সম্মানহানি হওয়ার যোগ আছে। ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করতে না শিখলে, পিছিয়ে পড়বেন। আধ্যাত্মিক ব্যক্তি আশীর্বাদে মনে শান্তি আসবে। ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটবে। বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করলে, অনেক অর্থ ব্যয় হবে। চাকরিতে বদলি হওয়ার যোগ দেখা যাচ্ছে।

বৃশ্চিকঃ পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। বন্ধু এবং ভালোবাসার মানুষ আপনার জন্য একরাশ খুশি নিয়ে আসবে। সমস্যা নিয়ে চিন্তা করলে, শারীরিক সমস্যা দেখা দেবে। নতুন উদ্যোগ শুরুর জন্য আজই সিদ্ধান্ত নিন। আর্থিক খাতে বিনিয়োগের পূর্বে সবদিক ভালো করে দেখে নিন। শরীরে আঘাত লাগতে পারে।

ধনুঃ যারা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য সুখবর আসছে। অন্য কারো প্রতি রোম্যান্টিক মনোভাব দেখাতে গিয়ে নিজের জনের কাছে অপ্রিয় হবেন। পর হিতে সামান্য হলেও অর্থ বিনিয়োগ করুন। মনে শান্তি আসবে। হঠাৎ বাড়িতে আত্মীয়র আগমনে খানিকটা সময় নষ্ট হবে। ভালোবাসার মানুষের সঙ্গে আজকের দিনে পিকনিকে যেতে পারেন।মকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা।

মকরঃ হঠাৎ কিছু প্রাপ্তির যোগ আছে
নতুন উদ্যোগ শুরুর জন্য আজই সিদ্ধান্ত নিন। বিষাদ ঝেড়ে ফেলে ভালোবাসার দিয়ে এগিয়ে চলুন। অচেনা ব্যক্তির সাহায্য অর্থ বিনিয়োগ করে দারুণ ফল পাবেন। অন্যের উপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না। প্রেমে বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে।

কুম্ভঃ ব্যবসায় অশুভ কিছু ঘটতে পারে। সংসারে বিবাদ কাজের প্রতি অনিহা ডেকে আনতে পারে। সন্ধ্যের সময় পার্কে যেতে পারেন। অভিভাবকদের সাহায্য আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। কর্মক্ষেত্রে ভালো দিন হবে আজ। পরিবারের সকলের সঙ্গে একটি সুন্দর সময় কাটাবেন। বাড়িতে কোনও বাজে খবর আসতে পারে।

মীনঃকর্মস্থানে নতুন কিছু শুরু হতে পারে। বাজে সঙ্গে থাকার জন্য বাড়িতে অশান্তি বাধতে পারে। প্রেমের ব্যাপারে বিরহ যন্ত্রণা বাড়তে পারে। লটারি বা ফাটকা প্রাপ্তি হতে পারে। ব্যবসায় বাড়তি খরচ হতে পারে।
বৃদ্ধ ব্যক্তিরা পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন।

RELATED ARTICLES

Most Popular