মেষ – বন্ধু এবং পরিবারের সাথে খুব ভালো কাটবে । প্রেমের জায়গাতে কোন চিন্তা থাকছে না । দু চাকার কোন যান্ত্রিক যানবাহনে সাবধানে চলাচল করুন । দরকার ছাড়া বাইরে না বেরোনোই ভালো । তবে সন্তানের জন্য আজ মনে আনন্দে থাকবে ।
বৃষ – কোন মহিলার প্রতি দুর্বলতা বাড়তে পারে , যেটা নিয়ে বাড়িতে সমস্যা হতে পারে । বাড়িতে অথিতি আসবে । তা নিয়ে খরচ হবে । কোন কাজে ভুল হওয়ার জন্য মানসিক কষ্ট পাবেন । ব্যবসায়ী ক্ষতি হবে বুঝে চলুন সাবধানে চলুন ।
মিথুন – কর্মক্ষেত্র শুভ নয় । পুরনো কোন রোগে কষ্ট পেতে পারেন। কাজের জন্য বাড়িতে সম্মান পাবেন। ভ্রমণের জন্য ব্যয় হতে পারে ।রক্তপাত হতে পারে বুঝে চলাফেরা করুন । আইনি কোনো কাজ আপনার জন্য ভালো হবে না ।
কর্কট – মানসিক চঞ্চলতা আজ আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে ।পেটের সমস্যা থাকবে উচ্চস্থানে চাকরির জন্য চাপ বৃদ্ধি পাবে । আর্থিক বিষয়ে সম্ভাবনা রয়েছে । খেলাধুলা থেকে বিশেষভাবে নির্মিত উদ্বেগ থাকবে ।
সিংহ – ব্যবসা সম্পর্কিত খরচা থাকবে । চালাকির দ্বারা মহৎ কাজ থেকে মুক্তি পাবেন । প্রেমের জন্য মনে আনন্দে থাকবে । শরীরে কোনো ব্যথা থাকতে পারে । প্রবাসীদের জন্য দিনটি খুব ভালো । সুযোগ আসবে অর্থ ভাগ্য খুব ভাল ।
কন্যা – অজানা কোন উৎস থেকে আয় হতে পারে । পরিবারের বিপদ হতে পারে । পড়াশোনার জন্য ভালো ফল আসবে । বাড়িতে খরচ বাড়বে । প্রেমের জন্য জেল হতে পারে সাবধানে চলুন বুঝে কথা বলুন ।
তুলা – আজ কোন কাজের জন্য হঠাৎ করে বাইরে যেতে হতে পারে মতিভেশনাল সমস্যা হতে পারে সাবধানে চলো কথা বলুন কাজের জায়গাতে ঘন্টা থাকবে কাছাকাছি কোন ভ্রমণ হতে পারে ক্ষত থেকে কষ্ট বাড়বে দিনটি মিশ্র ফল পাবেন ।
বৃশ্চিক – আজ আপনার সাথে অসভ্য কিছু ঘটতে চলেছে । শরীর ব্যথা আরো ব্যথা বাড়তে চলেছে । কাজের জায়গাতে সমস্যা বাড়বে আজ কোন তর্কে না জড়ানোই ভালো । বাড়িতে বিপদ হতে পারে কাজের জায়গা নিয়ে বিবাদ হতে পারে সামাজিক কাজে মজা আসবে ।
ধনু – ব্যবসা করার জন্য আর প্রচণ্ড চাপ থাকবে । ঋণ মুক্তির জন্য সুযোগ আসবে । কাজের জায়গাতে ভুল না করে ভালভাবে কাজ করুন বুঝে চলুন । পেটের সমস্যা থাকবে বাড়ির আবদার পূরণের চেষ্টা করুন ।
মকর – আইনের কোনো কাজের জন্য বাধা আসবে । কথা কম বলুন প্রেমের জায়গাতে নতুন কোনো সমস্যা তৈরি করতে পারে । শেয়ারবাজারে আজ না যাওয়াই ভালো । বাড়িতে সমস্যার কারণে কষ্ট থাকবেন ।
কুম্ভ – ব্যবসায় ভালো ফল হাতছাড়া হতে পারে । আপনার কোন ভুলের কারণে মানসিক অশান্তি থাকবে ।কাজের জন্য টাকা আছে দেরিতে পাবেন । প্রেম থেকে প্রণয়নের জন্য প্রস্তাব দেওয়ার আজ খুব ভালো দিন ।পূজা পাঠের জন্য মনে ভক্তি বৃদ্ধি পাবে দিনটি মিশ্র ফল পাবেন।
মীন – আজ বেলা বাড়লে কাজের জায়গাতে বুঝে কথা বলুন । পড়াশোনার জন্য দিনটি খুব ভালো । আর্থিক বিষয়ে সমস্যা তৈরি হবে । শরীরে কোথাও খরচ পড়তে পারে । কোন কারনে বাড়তি খরচের কারণে আজ আপনি বিধ্বস্ত হতে পারেন তবে বাড়তি কাজের কোন পারিশ্রমিক আজ আপনি পাবেন না ।