Homeরাশিফলআজকের রাশিফল । ২২ সেপ্টেম্বর , কেমন যাবে আজকের দিন ?

আজকের রাশিফল । ২২ সেপ্টেম্বর , কেমন যাবে আজকের দিন ?

মেষ – প্রিয়জনের প্রশংসা করুন । কোন বড় সমস্যার মধ্যে থাকলে আজকে থেকে বেরিয়ে আসবেন । দিনটি অনুকূল যাবে । পিতা মাতার আশীর্বাদে আজ শারীরিক সমস্যা থাকলেও আজ তা কেটে যাবে । ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করার পরিকল্পনা আজ করে নিন ।

 

 


বৃষ – কোন কারণে মানসিক শান্তি আজ ব্যাহত হবে । গান-বাজনা সঙ্গে যুক্ত থাকুন । অবসর সময় গান শুনে কাটান । অজানা উত্স থেকে আজ লাভ হতে পারে । নিজের মতামত বাড়ির সাথে ভাগ করে নিতে পারেন ।ধর্মীয় প্রসঙ্গে যুক্ত মানুষজনদের জন্য দিনটি খুব ভালো যাবে ।

 

 

মিথুন – আজ আর্থিক দিকে কোন সমস্যা তৈরি হতে পারে । আপনার রুক্ষ ব্যবহার বাড়িতে অশান্তির কারণ হতে পারে । বন্ধুদের সাথে ব্যবহার ভালো রাখুন । নিজেকে ঠান্ডা রাখুন , নিজেকে সংযত করুন রাস্তায় দেখেশুনে চলুন বিপদ হতে পারে ।

 

 

কর্কট – কাউকে খুব বেশি বিশ্বাস করে ভেতরের কথা না বলাই ভাল । অর্থনৈতিক দিক দিয়ে আজ উন্নতি হবে ।ফাঁকা সময় পরিবারের সাথে কাটান । কোন কারণে সুনাম নষ্ট হতে পারে বুঝে চলুন । মোটের উপর দিনটি মিশ্র ফল পাবেন

 

 

সিংহ – পরিবারের দাবি পূরণের চেষ্টা করুন । বাড়ির সাথে সময় কাটান । প্রিয়জনের সাথে রোমান্টিক অনুভূতি গুলোকে গুরুত্ব দিন । হঠাৎ কোন অপ্রত্যাশিত উৎস থেকে লাভ আসবে । নিজেকে কারো কাছে ছোট করবেন না বুঝে কথা বলুন ।

 

 

কন্যা – কোন কাজ অমীমাংসিত থাকলে আজ তা সেরে ফেলার দিন । আত্মীয়র সাথে সম্পর্ক ভালো রাখুন ।ব্যক্তিগত তথ্য বিশ্বাস করে কারোর কাছে প্রকাশ না করাই ভালো । জেদ আজ আপনার জন্য ভালো হবে না ।সকাল সকাল ওঠার চেষ্টা করুন দিনটি মোটের উপর ভালোই যাবে ।

 

 

তুলা – পুরনো কোন সম্পর্ককে পুনরুজ্জীবিত করার দিন আজ । পুরনো বন্ধুর সাথে আলাপ চারিতা হবে ।ভ্রমণে গেলে মালপত্র গুরুত্ব দিন চুরি হতে পারে । সারাদিন কাজের চাপ থাকবে রাত্রের দিকে সময়টা ভালো কাটবে । দিনটি মিশ্র ফল পাবেন

 

 

বৃশ্চিক – আজ আপনার জন্য বিনিয়োগ খুব ভালো হবে । কাউকে বিশ্বাস করে নিজের সবকিছু সঁপে দেবেন না । প্রাকৃতিক সৌন্দর্য আজ আপনার মনকে প্রভাবিত করবে। শিশুদের জন্য আজ খেলাধুলা খুব ভালো হবে দেখে শুনে চলতে হবে আঘাত পেতে পারে । বাড়ির প্রতি মনোযোগ দিন বাড়ীর মানুষদের চাওয়া-পাওয়াগুলো বুঝে নিন দিনটি মঙ্গলময় হবে ।

 

 

ধনু – স্বাস্থ্য খুব সুন্দর থাকবে । আজ ভ্রমণ খুব ভালো মুহুরতের সাক্ষী করবে । বন্ধুরা আসতে পারে সেই প্রসঙ্গে আজ ব্যয় হবে । কারোর কথায় আজ মনোযোগ বেশি না দেওয়াই উচিত । সারাদিন উদ্যোগের সঙ্গে কাটবে । গান-বাজনা সঙ্গে যুক্ত মানুষেরা দিনটি খুব ভালো ভাবে কাটাতে পারবেন । প্রিয়জনের থেকে খারাপ কোন মন্তব্যে আজ মনে আঘাত লাগবে ।

 

 

মকর – খাওয়া-দাওয়ার বিষয় আজ সতর্ক হোন । কাজের জায়গাতে মানসিক শান্তি আজ থাকবে না । কাজের চাপ থাকবে বুঝে কথা বলুন । সমস্যা হতে পারে প্রেমের জায়গাতে । আজ আকস্মিক কোনো পরিবর্তন আসবে । মোবাইল টিভি থেকে আজ দূরে থাকুন । বাড়ির সাথে সময় কাটান বাড়ীর মানুষদের কথা গুলো শুনুন এবং তাদেরকে বোঝার চেষ্টা করুন ।

 


কুম্ভ – যৌথ কোন উদ্যোগে আজ যাচাই করে নিন । প্রেমের জায়গাতে দিনটি খুব ভালো যাবে । কাছের মানুষের থেকে সাহস আপনাকে উদ্যম দেবে। প্রিয়জনের সঙ্গে ঘুরতে যেতে পারেন । বিবাহ সম্পর্কে কোন সমস্যা হয়ে থাকলে আজ তা কেটে যাবে । দিনটি মিশ্র ফল পাবেন ।

 

 


মীন – দিনটি সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকুন । পুরনো সম্পর্কগুলোকে পুনর্জীবিত হতে পারে । আজ প্রেমঘটিত জটিলতা কেটে যাবে । সময়ের সাথে চলার জন্য সঠিক বোধোদয় হবে । বাড়িতে মানুষদের সাথে সময় কাটান বাড়ির পরামর্শ মত কাজ করুন বাধাবিঘ্ন কাটিয়ে যেতে সক্ষম হবেন।

RELATED ARTICLES

Most Popular