আজ বুধবার ২১ জুলাই ২০২১, বাংলা ৪ঠা শ্রাবণ ১৪২৮ সন। ১২টি রাশির জাতক জাতিকার ভাগ্য কেমন থাকবে জেনে নিন।
মেষঃ বিষয় সম্পত্তি নিয়ে ঝামেলা হতে পারে। কিন্তু মন খারাপ করবেননা। তা আপনার শরীর খারাপের কারন হতে পারে। এই বিষয়ে বাবা মায়ের আশীর্বাদ আপনার উপরেই আছে। ব্যবসা সম্প্রসারণের যোগ আছে। পরিবারের সদস্যদের আপনার প্রতি নির্ভরশীলতা বাড়বে। আজ প্রেমে দারুন সাফল্য আছে। কর্মক্ষেত্রে প্রভাব বৃদ্ধি। ছাত্র-ছাত্রীর শুভ সময়। দাম্পত্য মধুর হবে আজ।
বৃষভঃ আজ স্বাস্থ্য ভালো থাকবে। যৌথ বিনিয়োগে আজ সমস্যা আছে। ব্যবসার অংশীদারের সাথে মতভেদ। প্রেমে হতাশা। সঙ্গীর সঙ্গে মতভেদ, তাই একটু নরম থাকুন। বেকার যুবক যুবতীদের অস্থায়ী কর্মযোগ। আজ ভ্রমণযোগ আছে। কর্মসূত্রে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক হালকা হতে পারে। ছাত্র-ছাত্রীর শুভ ফল। খেলোয়াড়দের জন্য দিনটা শুভ।
মিথুনঃ পাওনাদারের তাগাদা আজ মারাত্মক। অথচ আপনি যেখান থেকে টাকা পাবেন তার সামান্যই উদ্ধার হবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ভালো দিন। প্রেমের স্বপ্ন আজ সত্যি হবে। আপনার প্রেমিক বা প্রেমিকা আজ আপনার মন আনন্দে ভরিয়ে দেবে। ছাত্র-ছাত্রীর শুভ দিন। বেকাররা নতুন কাজের সন্ধান পাবেন। পেটের সমস্যায় ভুগবেন।
কর্কটঃ যান যোগে দুর্ঘটনা হতে পারে। নিজে সতর্ক হয়ে গাড়ি চালান। অন্যের গাড়িতে চড়লে সাবধান হবেন। ব্যবসায় বড় ধরনের বিনিয়োগ আজ না করাই ভালো। বন্ধু মহলে সুখ্যাতি বাড়বে। কোনও বিখ্যাত ব্যক্তি আপনাকে সাহায্য করতে পারেন নানা দিক থেকে। প্রেমিক প্রেমিকার কলহযোগ। হাঁটুর যন্ত্রণা এবং চামড়ার রোগে ভোগান্তি। হজমের সমস্যা থাকলে প্রকট হবে।
সিংহঃ যদি জেদ ছাড়েন লাভ করবেন নতুবা সম্পর্কে ফাটল। স্বামী-স্ত্রীর তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। প্রেমে আজ হতাশা। বাড়িতে অতিথি আসবে এবং মোটা টাকা খরচ হবে সে কারণে। ব্যবসায়ীদের আজ কিছু বেশি লাভ হতে পারে। সাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক নেতাদের দিনটা ভালো, পুলিশের পেশায় চাপ বাড়বে।
কন্যাঃ দাম্পত্য কলহযোগ। গুরুজনদের সাহায্য পাবেন। যৌথ ব্যবসার ভুল-বোঝাবুঝি বা নতুন কোনও পার্টনারশিপ ব্যবসায় নামার আগে ভালো করে চুক্তিপত্র করে নিন। স্বামী স্ত্রী একে অন্যের জীবনে আজ আশীর্বাদ হয়ে দেখা দেবেন। বিপদের সময় প্রেম যেমন ছিল তেমনি চলবে। ইঞ্জিনিয়ারিং ছাত্র-ছাত্রীদের ভালো রকম উন্নতি হবে। চোখের সমস্যা একটু বিব্রত করতে পারে।
তুলাঃ খুব শুভ দিন নয় আজ। ছোটখাটো বিষয়ে বেশ বিরক্তভাব লাগবে কিন্তু আপনার স্বামী বা স্ত্রীর ভালোবাসা এবং যোগ্য সঙ্গ দেওয়ায় বিরক্তি ভাব কেটে যাবে। অফিসে গুরুত্বপূর্ণ ফাইল পত্র বা মোবাইল ফোন সাবধানে রাখুন, কারণ এগুলো বেহাত হয়ে কিছু ক্ষতি হতে পারে। সন্ধ্যার পর সব হতাশা ও অভিযোগ কেটে গিয়ে বেশ ফুরফুরে সময় আসবে। ছাত্র-ছাত্রীর শুভদিন বলা যায়। স্পন্ডেলাইটিসের সমস্যায় ভুগবেন।
বৃশ্চিকঃ আজ শত্রুরা আপনার বেশ। রাজনৈতিক নেতাদের শুভ দিন। বন্ধুমহলে এবং বাড়িতে আজ আপনি প্রশংসা পাবেন। দুর্ঘটনা যোগ রয়েছে। গাড়ি আস্তে চালান। খরচ বাড়বে। প্রেম জীবন মধুর। ব্যবসায় কোনও নতুন প্রকল্প হাতে নেওয়ার আগে বিশেষজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। অ্যালার্জি থাকলে ভুগবেন। আগেই সতর্ক হয়ে যান।
ধনুঃ পরিশ্রম অনুযায়ী সাফল্যে পাবেননা। কাজ করছেন যথেষ্ট তবু যশ প্রাপ্তিতে বাধা। আজ গয়না কেনা বা অর্ডার আজ দিতে পারেন। প্রেমিক-প্রেমিকার খুবই আনন্দঘন দিন আজ। ব্যবসায় কোনও বেনিয়মের জন্য ভুগতে পারেন।
সামাজিক অনুষ্ঠানে গিয়ে নতুন যোগাযোগ হতে পারে।
মকরঃ ধর্মীয় কার্য বা শুভকার্যে অর্থ দান। কোনও ব্যক্তিকে অর্থ দানে মানসিক তৃপ্তি। পরিশ্রমের সাফল্য পাবেন আজ। অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ আসতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে তর্ক বিতর্কের সম্ভাবান। হার্টর সমস্যা আর মেয়েদের গাইনি সমস্যায় ছোটখাটো ভোগান্তি।
কুম্ভঃ ভ্রমণযোগ আছে। ব্যবসায় অর্থ বিনিয়োগ আজ সাবধানে করুন। শেয়ারে বুঝে সুঝে লগ্নি করুন। আজ নতুন প্রেমের যোগ। স্বামী-স্ত্রীর সদ্ভাব বজায় থাকবে। আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যবসায় লাভ। যারা ট্রাভেল ব্যবসার সাথে যুক্ত কিছু অতিরিক্ত লাভ হতে পারে। সোনার ব্যবসায় বড় প্রাপ্তি। স্বাস্থ্য আজ ভালই থাকবে।
মীনঃ দীর্ঘদিনের ঋণশোধ হতে পারে। প্রেমিক-প্রেমিকার শুভ দিন। বেকারদের কাজের সুযোগ। অফিসের বস আজ খুশি থাকবেন। প্রেমিক প্রেমিকার শুভ দিন। যোগ্য ক্ষেত্রে বিয়ের ভালো সম্বন্ধ আসতে পারে। স্বামী স্ত্রীর সদ্ভাব বৃদ্ধি। সুগার রোগীরা সাবধানে থাকুন।