মেষ – আজ নিজের কর্ম সিদ্ধির জন্য অন্যের দ্বারস্থ না হওয়াই ভাল । অপরের সাহায্য করুন । প্রেমের জন্য দিনটি সম্বৃদ্ধ হবে । আজ আদান-প্রদানে মানসিক শান্তি মিলবে । পারিবারিক ক্ষেত্রে আজ শান্তি বজায় থাকবে
বৃষ – আজ শরীরের দিকে নজর দিন । পুরনো স্মৃতি মনে করুন হয়তো চমকপ্রদ কিছু হতে চলেছে । যারা কোন কর্মে ব্যস্ত ছিলেন তাদের জন্য আজ নিস্কারা মিলতে পারে । প্রেমের সম্পর্কের জন্য আজ ভালো যাবে না ।উত্তেজনার সাথে কাটবে আজ আপনার থেকে নেওয়ার ঋণ শোধ হবে
মিথুন – আজ পরিবারের থেকে কোন বিস্ময়কর খবর পেতে পারেন । প্রেম জীবনে ছোটখাট ঝামেলা হয়ে থাকলে তা আজ ভুলে যান ।মেজাজ ভালো থাকবে , হালকা অনুভব করবেন নিজেকে। বাড়ির কেনাকাটা সেরে ফেলুন । কোন সমস্যা যদি হয়ে থাকে অর্থ সম্পর্কিত তা আজ সমাধান হয়ে যাবে
কর্কট – নিজেকে ব্যস্ত রাখার দিন আজ । বিশেষ কোনো শক্তির অধিকারী হবেন । ব্যস্ত রুটিন সরিয়ে নিজের জন্য সময় দিন ।আপনার প্রেমের দিকে আজকে চমকপ্রদ কিছু হতে চলেছে ।
সিংহ – সন্তানের জন্য ভালো খবর আসতে পারে । শরীর-মন কষ্ট থাকতে পারে । বাড়িতে অশান্তি হতে পারে । কর্মস্থানে হঠাৎ কোনো খবর পেতে পারেন । অসৎ কাজে নিযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বুঝে চলুন । ব্যবসাতে অপ্রত্যাশিত কিছু পরিবর্তন আসবে
কন্যা – বাড়িতে আজ বুঝে কথা বলুন অশান্তি হতে পারে । কাছের কারোর থেকে তার বলা কথার জন্য মনে কষ্ট পাবেন। প্রেমের ব্যাপারে আজ চুপ থাকাই শ্রেয়। ব্যবসায় অপ্রত্যাশিত কোন ভালো পরিবর্তন নজরে আসবে । বাড়িতে চুরির সম্ভাবনা রয়েছে
তুলা – মাথার যন্ত্রনা বাড়তে পারে । ব্যবসায়ে লাভ থাকবে , শারীরিক ক্ষমতা অনুযায়ী কর্ম করাই ভালো । শরীর বুঝে চলুন কাজের জায়গাতে মাথা ঠান্ডা রাখুন । সন্তানদের নিয়ে চিন্তা থাকতে পারে ।কিন্তু তা এড়িয়ে চলুন । আজকের দিনটি সংসারে শান্তি থাকবে
বৃশ্চিক – বিপরীত লিঙ্গের কোন পরিচিতের থেকে আপনি আজ উপকার পেতে পারেন । চাকরিতে কোন অপ্রত্যাশিত বদল দেখতে পারেন । সারাদিন কর্মে উদ্যোগ থাকবে । ব্যয় বেশি হবে । বুজ কথা বলুন বাড়িতে অশান্তি হতে পারে । শরীরের কথাউ যন্ত্রনা হতে পারে
ধনু – আপনার করা কাজের সঠিক দাম পাবেন না । কোন বিষয় নিয়ে সংশয় থাকবে আজ মনে । বাড়িতে অশান্তি হতে পারে , সাবধানে কথা বলুন বাড়ির কারুর শারীরিক অবনতি হবে । আজ কাজের ব্যাপারে চিন্তা বাড়বে । বড় কিছু কেনাবেচার ক্ষেত্রে দিনটি শুভ
মকর – বিদেশযাত্রার সুযোগ রয়েছে । শরীরের কোথাও চোট লাগতে পারে ।দেখে চলাচল করুন । ব্যবসায়ীদের জন্য শুভ সময় আসতে চলেছে । বৈবাহিক সম্পর্কে যারা আসতে চলেছেন তাদের জন্য সময়টা খুব ভালো যাবে। শরীরের ভোগান্তি থাকবে সংসারে অশান্তি থাকলে তা মিটে যাবে ।ভ্রমণের বিষয়ে আলোচনা হবে আজ
কুম্ভ -আজ সারাদিন বুঝে কাজ করুন আপনার কাজের কারণে আপনি উপহাসের পাত্র হয়ে উঠবেন । বাড়িতে অতিথি আসবে ।আজ অপ্রিয় সত্য কথা না বলাই ভালো । পাওনা আদায় হতে পারে বাড়তি খরচ হবার সম্ভাবনাও আজকে রয়েছে । শরীরের কোন স্থানে ব্যথা বা যন্ত্রনা হতে পারে ।
মীন – মীন রাশির জাতক-জাতিকাদের আজ জলপথ এড়িয়ে চলাই ভাল । হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে । বিদেশ ভ্রমণের সুযোগ এলে তা হাতছাড়া না করাই ভালো। অর্থনৈতিক দিক ভালো যাবে না ।আত্মীয়র সাথে অকারণে ঝগড়া হতে পারে । বুঝে কথা বলুন ।মামলা-মোকদ্দমার মধ্যে থাকলে তা থেকে জয়ী হবেন । শরীরে সমস্যা হবে সাবধানে থাকুন