Homeএখন খবরকরোনা ছাড়লেও ছাড়েনা পুঁজির ভাইরাস! ফের বাড়ল জ্বালানির দাম, কলকাতায় ১০০ছুঁই ছুঁই...

করোনা ছাড়লেও ছাড়েনা পুঁজির ভাইরাস! ফের বাড়ল জ্বালানির দাম, কলকাতায় ১০০ছুঁই ছুঁই পেট্রল

নিজস্ব সংবাদদাতা: করোনায় জেরবার দেশ, লকডাউন কিংবা করোনা শৃঙ্খলা ভাঙার কড়াকড়িতে টান পড়েছে রোজগারে। নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তের। কিন্তু এসব ভ্রুক্ষেপ নেই পুঁজি বাড়ানোর কারবারিদের। নাকে সরষের তেল দিয়ে ঘুমানোর তাগিদে হাত তুলে দিয়েছে সরকার আর তারই সুযোগ নিয়ে জ্বালানির দাম বাড়িয়ে যাচ্ছে তেল উৎপাদন কোম্পানিগুলি। বিরামবিহীন সেই মূল্যবৃদ্ধি রোজ নামচায় যুক্ত হল রবিবারও, যেদিন প্রায় ১০০টাকা প্রতি লিটার পেট্রালের দাম ছুঁয়ে গেল কলকাতায়। এদিন ফের দেশের অনেক শহরে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। পেট্রোল প্রতি লিটারে ২৭ পয়সা এবং ডিজেল প্রতি লিটারে ২৯ পয়সা বৃদ্ধি পেয়েছে। ফলে কলকাতায় পেট্রোলের দাম হল লিটারে ৯৫ টাকা ২ পয়সা। ডিজেলের দাম লিটারে ৮৮ টাকা ৮০ পয়সা হল।

মুম্বইয়ে আগেই সেঞ্চুরি পার করেছে পেট্রোলের দাম।মুম্বইয়ে, পেট্রোল বিক্রি হচ্ছে ১০১.২৫ এবং ডিজেল ৯৩.১০ টাকায়, রাজধানী দিল্লিতে আজ পেট্রোল প্রতি লিটারে ৯৫.০৩ টাকা এবং ডিজেল ৮৫.৯৫ টাকায় পৌঁছেছে। চেন্নাইয়ে পেট্রোল ৯৬.৪৭ এবং ডিজেল ৯০.৬৬ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিবেদন অনুসারে, দেশের ১৩৫ টি জেলায় পেট্রোলের দাম ১০০ টাকারও বেশি পৌঁছেছে। এ বছর ১৩ শতাংশ বেড়েছে পেট্রোলের দাম।

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রুখতে দেশের প্রায় সমস্ত রাজ্যেই চলছে বিধিনিষেধ। এ জন্য পেট্রোল ও ডিজেলের চাহিদা কমায় মে মাসে যা আগের মাসের চেয়ে ১৭ শতাংশ কমেছে এবং যদি মে ২০১৯ সালের তুলনা করা হয় তাহলে ৩০ শতাংশ কমেছে। এলপিজি সিলিন্ডার বিক্রি বছরে ছয় শতাংশ হ্রাস পেয়ে ২১.৬ লক্ষ টন হয়েছে।

অন্যদিকে, জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের কাছে রাজ্যগুলির আবেদন প্রসঙ্গে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার জানিয়েছেন, পেট্রোল-ডিজেলের দাম বাড়া নিয়ে এধরনের দাবি ওঠে। কিন্তু কেন্দ্রকে ভারসাম্য রক্ষা করে চলতে হয়। কেন্দ্রের দায়িত্ব মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ।

9224992249 নম্বরে RSP<space> পেট্রোল পাম্পের ডিলার কোড’ টাইপ করে মেসেজ পাঠালেই প্রতিদিন জ্বালানির দামের আপডেট পাওয়া যায়। প্রতিদিন সকাল ৬টা থেকে জ্বালানির নতুন দাম চালুু হল।

RELATED ARTICLES

Most Popular