নিউজ ডেস্ক: বেশ কয়েকদিন লাগাতার পতনের পর আবারও যেন এক জায়গায় স্থির হয়ে আছে দেশের দৈনিক সংক্রমন। আর ৫০হাজারের গায়েই আটকে থাকছে তা। একদিন যদিও বা সামান্য একটু নামে পরের দিনই ফের ওপরে উঠে যায়। ঠিক সেরকমই দু’দিন স্বস্তির পরে আবারও দেশে করোনার রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ৫০,০৪০ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং এই সময়কালে মৃত্যু হয়েছে ১,২৫৮ জন। একই সময়ে, দেশে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছেছ ৯৬.৭৫%। দেশে বর্তমানে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ৫,৪৬,৪০৩ জন , যাদের হাসপাতালে বা বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অন্যদিকে, শনিবার ৪৮,৬৯৮ জন করোনা আক্রান্ত হয়েছিলেন এবং ১১৩৮ জন আক্রান্ত মানুষ প্রাণ হারিয়েছেন। এর আগে ২১ শে জুন ৪২,৬৪০ জন করোনা আক্রান্ত হয়েছিলেন।শেষ দিন ৬৪ লক্ষ ২৫ হাজার করোনা টিকা দেওয়া হয়েছিল। একই সঙ্গে, এখনও পর্যন্ত ৩২ কোটি ১৭ লক্ষেরও বেশি লোককে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
একনজরে দেখে নেওয়া যাক দেশের কয়েকটি রাজ্যের করোনার পরিস্থিতি: পশ্চিমবঙ্গে অন্যদিনের তুলনায় সামান্য কমলো সংক্রমন।স্বাস্থ দপ্তরের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৯৪ জন এবং এই সময়কালে মৃত্যু হয়েছে ৩২ জনের।
পাশাপাশি রাজ্যে একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৯৪ জন মানুষ।এরপর সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৭.৩৪। ২৪ ঘন্টায় ৫৫ হাজার ৩৪৮ জন লোকের করোনা পরীক্ষা করা হয়েছে।যার পজিটিভিটি রেট ৩.৪২ শতাংশ।রাজ্যের এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৩ লক্ষ ৮৩ হাজার ৭৯৫ জন।
শনিবার মহারাষ্ট্রে কোভিড -১৯-এ ৯,৮১২ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং সংক্রমণজনিত কারণে ১৭৯ জন প্রাণ হারিয়েছেন, এই রাজ্যে সংক্রমণের মোট সংখ্যা ৬০,২৬,৮৪৭ এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১,২০,৮৮১।
মধ্যপ্রদেশে করোনার ভাইরাসে আক্রান্ত হয়েছেন মাত্র ৪৬ জন এবং ২৫ জন মারা গিয়েছেন । এর সাথে রাজ্যে এখন পর্যন্ত এই ভাইরাসে সংক্রামিত মোট মানুষের সংখ্যা ৭,৮৯,৬৫৭ এ পৌঁছেছে। গত ২৪ ঘন্টায় এই রোগের কারণে রাজ্যে আরও ২৫ জন মারা গেছেন। রাজ্যে এখনও পর্যন্ত এই রোগের কারণে মৃতের সংখ্যা ৮,৮৯৬ এ পৌঁছেছে।