Homeএখন খবরCovid19-Bulletin; ১০৬ দিনের মাথায় রেকর্ড পতন দৈনিক সংক্রমনে,৩৫হাজারের নিচে নামল সংক্রমন! উত্তর...

Covid19-Bulletin; ১০৬ দিনের মাথায় রেকর্ড পতন দৈনিক সংক্রমনে,৩৫হাজারের নিচে নামল সংক্রমন! উত্তর ২৪পরগনা বাদে রাজ্যের সব জেলাই পঞ্চাশের নিচে

নিজস্ব সংবাদদাতা: দেশে এক সপ্তাহ ধরে টানা দৈনিক সংক্রমণ ছিল ৫০ হাজারের নিচে। নতুন সপ্তাহের শুরুতেই তা ৪০ হাজারের নিচে নেমে যায়। আর সপ্তাহের দ্বিতীয় দিন তা ৩৫ হাজারেরও কম। ১০৬ দিনের মধ্যে এটাই সর্বনিম্ন সংক্রমণ, বলছে স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান। কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৬৪ হাজার ৩৫৭। আর সুস্থতার হার ঊর্ধ্বমুখী, এই মুহূর্তে তা ৯৭.১৭ শতাংশ। একদিনে সুস্থ হয়ে ফিরেছেন ৫১ হাজার ৮৬৪ জন। আর গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৫৫৩ জন, এই হারও অনেকটা কম।

সোমবার, দেশে করোনায় ৩৪,০৩৬ জন আক্রান্ত হয়েছেন। গত ১০৬ দিনের মধ্যে সবচেয়ে কম। এর আগে ১৬ মার্চ, করোনার ২৮,৮৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। একই সাথে, দৈন্যক মৃত্যুর সংখ্যাও অনেকটাই কমেছে। আগের দিন সংক্রমণের কারণে যারা প্রাণ হারিয়েছিল, তাদের সংখ্যা গত ৩ মাসে সবচেয়ে কম। এর আগে ৩, এপ্রিল করোনার কারণে ৫১৪ জন মানুষ মারা গিয়েছিলেন।

একনজরে দেখে নেওয়া যাক দেশের করোনা সংক্রমনের সর্বশেষ পরিস্থিতি।  মোট করোনা আক্রান্ত হয়েছেন: ৩.০৬ কোটি মানুষ। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন: ২.৯৭ কোটি মানুষ। এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে : ৪.০৩ লক্ষ মানুষের। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা: ৪.৪৮ লক্ষ।

অন্যদিকে,পশ্চিমবঙ্গে একধাপে অনেকটাই কমে গেল দৈনিক সংক্রমন।এর সাথে কমেছে মৃত্যুর সংখ্যাও। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৮৫ জন এবং এই সময়কালে প্রাণ হারিয়েছেন ১৮ জন।

এছাড়া রাজ্যের উত্তর ২৪ পরগনা বাদে রাজ্যে অন্য জেলায় ১০০-এর নীচে রয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা।রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ৬ হাজার ২৭৬ জন। পাশাপাশি,একদিনে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১,৬৯৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪, ৭০,৫১৩ জন । গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭,৬৩ শতাংশ।

RELATED ARTICLES

Most Popular