নিউজ ডেস্ক: দেশে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা কমছে। ৭২ দিন পরে, করোনার সর্বনিম্ন নতুন কেস এসেছে। স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় ৮০,৮৩৪ নতুন করোনার কেস এসেছে এবং ৩৩০৩ জন আক্রান্ত ব্যক্তি প্রাণ হারিয়েছেন। একই সময়ে, ১ লক্ষ ৩২ হাজার মানুষও করোনামুক্ত হয়েছেন। অর্থাৎ, গত দিন ৫৪,৫৩১ টি অ্যাক্টিভ কেস কমেছে। এর আগে ২০২১ সালের ৩১ শে মার্চ ৭,২,৩৩০ টি কেস নথিভুক্ত হয়েছিল।
করোনার সংক্রমণের সর্বশেষতম অবস্থা- মোট করোনার কেস – ২ কোটি ৯৪ লক্ষ ৩৯ হাজার ৯৮৯ টি। মোট টেস্ট – ২ কোটি ৮০ লক্ষ ৪৩ হাজার ৪৪৬ ।মোট অ্যাক্টিভ কেস – ১০ লক্ষ ২৬ হাজার ১৫৯।মোট মৃত্যু– ৩ লক্ষ ৭০ হাজার ৩৮৪ জন।
একটানা ৩১ তম দিনে দেশে করোনার ভাইরাসের নতুন কেসের চেয়ে বেশি সুস্থ হওয়া মানুষের সংখ্যা। ১২ জুন অবধি সারা দেশে ২৫ কোটি ৩১ লক্ষ করোনার ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। গত দিন ৩৪ লক্ষ ৮৪ হাজার টিকা দেওয়া হয়েছিল। একই সময়ে এ পর্যন্ত ৩৭ কোটি ৮২ লক্ষ করোনার পরীক্ষা করা হয়েছে। গত দিনে প্রায় ২০ লক্ষ করোনার স্যাম্পেল পরীক্ষা করা হয়েছিল, যার পজিটিভিটি রেট ৪ শতাংশের বেশি।
অন্যদিকে,পশ্চিমবঙ্গে আজও করোনা আক্রান্ত ৪ হাজারেরও বেশি মানুষ।গত কয়েকদিন অনেকটাই সংক্রমন কমেছে রাজ্যে। এরপর রাজ্যে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৮৬ জন এবং মৃত্যু হয়েছে ৮১ জনের।এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্ত হন ১৪,৪৮,১০৪ জন। ১১ জুনের হিসেব অনুযায়ী রাজ্যে করোনার অ্যাক্টিভ কেস ১৫,১৯২ জন।
বরাবরের মতই এদিনও উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ৬৯৩ জন, মৃত্যু হয়েছে ১৯ জনের। কলকাতায় এদিন দৈনিক আক্রান্ত ৪০১ জন। ১৪ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার ৯৮ শতাংশ।