Homeএখন খবরপর্যাপ্ত অ‍্যান্টিজেন টেস্টের দাবি জানালো সি পি আই এম

পর্যাপ্ত অ‍্যান্টিজেন টেস্টের দাবি জানালো সি পি আই এম

নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর করোনা আবহে খড়্গপুর মহকুমা হাসপাতালসহ জেলার অন্যত্র অ্যান্টিজেন পরীক্ষার সংখ্যা চূড়ান্ত ভাবে কমানোর প্রতিবাদে মঙ্গলবার খড়্গপুর মহকুমা শাসকের কাছে সিপিআইএমের খড়্গপুর বিধানসভা কমিটির পক্ষে ডেপুটেশন দেওয়া হয়। দৈনিক আ‍্যান্টিজেন টেস্টের সংখ্যা না কমিয়ে পূর্ববর্তী নূন্যতম ১১০ জন হিসেবেই আবার পরীক্ষা চালু এবং বর্তমান করোনার সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দৈনিক টেস্টের সংখ্যা আরও বাড়ানো দাবি জানানো হয় সিপিআইএমের পক্ষ থেকে। দাবীপত্রের প্রতিলিপি জরুরী ভিত্তিতে পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক ও জেলার মুখ‍্য স্বাস্থ‍্য আধিকারিকের কাছে প্রেরণ করা হয়। বর্তমান করোনা পরিস্থিতিতে,এবিষযে যাতে কোনো রকম শৈথিল্য না থাকে সে বিষয়ে মহকুমা শাসকের কাছে আবেদন করা হয়।এদিনের ডেপুটেশনে প্রতিনিধি দলে বিধানসভা কমিটির আহ্বায়ক সবুজ ঘোড়াই অনিতবরণ মন্ডল,স্মৃতিকণা দেবনাথ অমিতাভ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular