Homeএখন খবরঅভিনেতা অজয় দেবগণের অনুদানের টাকায় প্রস্তুত হল কোভিড স্পেশ্যাল আইসিইউ

অভিনেতা অজয় দেবগণের অনুদানের টাকায় প্রস্তুত হল কোভিড স্পেশ্যাল আইসিইউ

নিউজ ডেস্ক: ভারতে বাড়ছে করোনা সংক্রমণ।এই পরিস্থিতিতে বলিউডের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা ঠিক যেভাবে এগিয়ে এসেছে, তা এক কথায় বলতে গেলে প্রশংসার দাবিদার। বলিউডের একাংশ করোনা পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়ে সাধারণের জন্য প্রাণপাত করতেও রাজি, অপরদিকে আরেক শ্রেণীকে এই কঠিন লড়াইয়ে পাচ্ছে না ভক্তমহল।

নিজেদের যথাসাধ্য সামর্থ্য দিয়ে সাহায্যে এগিয়ে আসছেন হাজার হাজার মানুষের ভালোবাসায় স্টার থেকে সুপারস্টার হয়ে ওঠা সোনু সুদ, অক্ষয় কুমার, জ্যাকলিন, সলমন খানসহ অজয় দেবগণ। সদ্য এক কোটি টাকা অনুদান দিয়েছিলেন তিনি। কথা ছিল তৈরি করা হবে সাধারণের জন্য করোনা হাসপাতাল, যেখানে থাকবে আইসিইউ। পাওয়া যাবে অক্সিজেন, মিলবে ডাক্তার, সাধারণের জন্য নেওয়া এই উদ্যোগ, কয়েক সপ্তাহের মধ্যেই বাস্তবে রূপ নিল।

সম্প্রতি, দাদারের এক এলাকাকে কোভিড হাসপাতালে পরিণত করা হল। সেখানেই আইসিইউ তৈরি করা হল। এই কাজে অজয়ের সঙ্গে হাত মিলিয়েছিলেন রিয়েলস্টেচট কর্তা আনন্দ পণ্ডিত। শীঘ্রই শুরু হবে সেখানে পরিষেবা দেওয়ার কাজ।

RELATED ARTICLES

Most Popular