Homeএখন খবরস্বাস্থ্য ভবনেই করোনার থাবা, আক্রান্ত ১৪ জন স্বাস্থ্য আধিকারিক, কপালে ভাঁজ প্রশাসনের

স্বাস্থ্য ভবনেই করোনার থাবা, আক্রান্ত ১৪ জন স্বাস্থ্য আধিকারিক, কপালে ভাঁজ প্রশাসনের

ওয়েব ডেস্ক : এবার করোনা থাবা স্বাস্থ্য ভবনের অন্দরে৷ করোনা মোকাবিলায় রাজ্য সরকারের তরফে করোনা বিভাগে ‘সেল ১’ ও ‘সেল ২’ খোলা হয়েছিল। রাজ্যে এই মূহুর্তে যে হারে করোনা সংক্রমণ বাড়ছে তাতে করোনা মোকাবিলায় এই দুই সেলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু ‘সেল ১’এ ইতিমধ্যেই ১৫ জন আধিকারিকের মধ্যে ১৪ জনই করোনায় আক্রান্ত। এর জেরে বেশ চিন্তায় পড়েছে রাজ্যের প্রশাসনিক কর্তারা। যাঁদের ওপর সংক্রমণ সামলানোর ভার তাঁরাই যদি এভাবে অসুস্থ হয়ে পড়েন তাহলে বিপদে পড়বে অংখ্য সাধারণ মানুষ। ফলে বর্তমানে বিকল্প ব্যবস্থা ভাবতে মরিয়া পশ্চিমবঙ্গের শীর্ষ স্বাস্থ্য আধিকারিকরা।

জানা গিয়েছে, কয়েকদিন আগেই স্বাস্থ্যভবনের এক মেডিক্যাল অফিসারের করোনা সংক্রমণ ধরা পড়ে৷ বিষয়টি প্রকাশ্যে আসার পর তড়িঘড়ি স্বাস্থ্য ভবনের সমস্ত কর্মী ও আধিকারিকদের পরীক্ষা করানো হয়। এরপরই করোনা বিভাগে কন্ট্রোল রুমের যুগ্ম স্বাস্থ্য অধিকর্তার রিপোর্টে করোনা সংক্রমণ ধরা পড়ে। এর পর স্বাস্থ্য দফতরের তরফে কন্ট্রোলরুমের সমস্ত কর্মীর লালারসের নমুনা সংগ্রহ করা হয়। সেখানেও বেশ কয়েকজন কর্মীর রিপোর্ট পজিটিভ আসে৷ এরপরই নড়েচড়ে বসেন স্বাস্থ্য দফতর৷ এর পর একে একে স্বাস্থ্যসাথী বিভাগ ও করোনা বিভাগেও সংক্রমণ ধরা পড়ে। এই মূহুর্তে স্বাস্থ্যভবনের করোনা বিভাগে ১৫ জন কর্মীর মধ্যে ১৪ জনই করোনায় আক্রান্ত। ইতিমধ্যেই গোটা স্বাস্থ্য ভবনে স্যানিটাইজ করানো হয়েছে।

এদিকে সোমবার এনআরএস মেডিক্যাল কলেজেও ১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। যাঁর মধ্যে আছেন সাইকিয়াট্রিস্ট বিভাগের বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং ১৪ জন রোগী। করোনায় আক্রান্ত ১৪ জন রোগী সার্জারি, মেডিসিন, সাইকিয়াট্রিস্ট বিভাগে ভরতি ছিলেন।

হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের শরীরে করোনার একাধিউপসর্গ দেখা দেয়। প্রত্যেকেরই জ্বর-শ্বাসকষ্ট ছিল। ৪ জুলাই তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়। প্রত্যেকেরই রিপোর্ট পজিটিভ আসে। তবে এত জন রোগী কিভাবে সংক্রমিত হলেন তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই রোগীদের সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের প্রত্যেককে ইতিমধ্যেই সেল্ফ আইসোলেশনে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

Most Popular