Homeএখন খবরপশ্চিম মেদিনীপুরে করোনায় আক্রান্ত কোভিড হাসপাতাল, রাজ্যে নতুন রেকর্ড গড়ে বেলাগাম সংক্রমন

পশ্চিম মেদিনীপুরে করোনায় আক্রান্ত কোভিড হাসপাতাল, রাজ্যে নতুন রেকর্ড গড়ে বেলাগাম সংক্রমন

নিজস্ব সংবাদদাতা: যাত্রা শুরু করার ১৭ দিনের মাথাতেই বড়সড় সংক্রমনের মুখে পশ্চিম মেদিনীপুরের শালবনী লেভেল ফোর কোভিড হাসপাতাল। শনিবার হাসপাতালের এক চিকিৎসক সহ ৪জন করোনা যোদ্ধা করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে যার মধ্যে বাকি ৩ জনই নার্স বলে জানতে পারা গেছে। শনিবারই পশ্চিম মেদিনীপুর জেলায় ১০ জন নতুন করে আক্রান্তের সন্ধান মিলেছিল যার মধ্যে ৪ জনই এই চিকিৎসা কর্মী ফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে চিকিৎসা মহলে।

রাতেই ওই করোনা সেনানিদের ওই হাসপাতালেই ভর্তি করে নেওয়া হয়েছে বলে জানা গেছে ।পাশাপাশি পুরো হাসপাতাল চত্ত্বরই স্যানিটাইজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আক্রান্তদের মধ্যে যেমন চিকিৎসক রয়েছেন তেমনই রয়েছেন একজন নার্স ইনচার্জও। সূত্র বলছে,  করোনা হাসপাতালের নিয়ম মেনেই প্রতিদিনই পর্যায়ক্রমে হাসপাতালের কর্মীদের নমুনা সংগ্ৰহ করার পর তা পাঠিয়ে দেওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজের ভাইরোলজি ল্যাবে। শনিবার সেই নমুনা পরীক্ষাতেই পজিটিভ ফল এসেছে ওই চারজনের।

উল্লেখ্য করোনা পরিস্থিতির অবনতি সঙ্গে সাযুজ্য রেখেই পশ্চিম মেদিনীপুর জেলার দুটি স্বল্প সংক্রমিতদের জন্য হাসপাতাল ও উচ্চমাত্রার বড়মা কোভিড হাসপাতালের ওপর থেকে চাপ সরানোর জন্যই বেছে নেওয়া হয়েছিল জিন্দালদের ছেড়ে চলে যাওয়া শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালকে। জেলার সর্বোচ্চ মানের কোভিড হাসপাতাল লেভেল ফোরে রূপান্তরিত করা হয় এই হাসপাতালটিকে। ১৭ই জুন চালু হয় হাসপাতাল। সম্প্রতি এখানেই আনা হচ্ছে জেলার করোনা আক্রান্তদের। এই হাসপাতালের ভরসাতেই কয়েকদিন আগেই বন্ধ করে দেওয়া জেলার একটি কোভিড হাসপাতাল। সেখান থেকে বেশকিছু চিকিৎসক, নার্স ও চিকিৎসাকর্মীদের সরিয়ে আনা হয় এখানেই। আক্রান্তদের তালিকায় সেই চিকিৎসাকর্মীদের মধ্যে ২ জন রয়েছেন বলেই সূত্রের খবর।

এদিকে শনিবার করোনা কালের যাবতীয় রেকর্ড ভেঙে একদিনে আক্রান্তের সংখ্যা ৭০০ র গন্ডি পার করে দিল। গত ৫দিনে ৬০০ নিচে নামছিলনা আক্রান্তের সংখ্যা। কমার বদলে শুক্রবার নতুন সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছিল রাজ্যে। শুক্রবারের সেই রেকর্ড ভেঙে শনিবারও সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় রেকর্ড গড়ল রাজ্য। শনিবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ফের ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৭৪৩ জন, মৃত্যু হয়েছে ১৯ জনের, সুস্থ হয়েছেন ৫৯৫ জন। এখনও পর্যন্ত ২৪ ঘন্টার হিসেবে এই সুস্থতার সংখ্যাও সর্বোচ্চ বলে দাবি স্বাস্থ্য দফতরের। তবে এর মধ্যে কলকাতাতেই রেকর্ড সংক্রমণ ২৪২ জনের, মৃত্যু হয়েছে ৮ জনের।

বুলেটিন অনুযায়ী, ফের ২৪ ঘন্টায় ৭৪৩ জন করোনা পজিটিভে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১২৩১ জনে। আরও ১৯ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে সরকারি হিসেবে মোট করোনায় মৃত্যু ৭৩৬ জনের। এদিকে আরও ৫৯৫ জন সুস্থের হিসেব ধরলে মোট সুস্থ হলেন ১৪১৬৬ জন।

RELATED ARTICLES

Most Popular