নিজস্ব সংবাদদাতা : আজকের সময়ের সারা বিশ্বের উদ্বেগের কারণ করোনা। চীন থেকে রাশিয়া , আমেরিকা থেকে ভারত কেউই বাদ নেই এর তালিকায়। এই ভয়াবহ অবস্থায় কখনো বাজারে এসেছে করোনা পকড়া , কখনো করোনা মিষ্টি। এবার করোনা গাড়ি বানিয়ে ভাইরাল হলেন হায়দ্রাবাদের সুধাকর নামের এক ব্যক্তি। উনি জানান এই গাড়ি বানানোর পেছনে তার একটি মাত্র উদ্দেশ্য যা হল মানুষ তথা জনগণকে সচেতন করা।
Indian inventor K Sudhakar has made ‘coronavirus car’ in Hyderabad to inform people about the dangers of the fast-spreading virus pic.twitter.com/0qojWsoYr8
— Reuters (@Reuters) April 8, 2020
গাড়িটি ঠিক করোনার আদলে তৈরি করেন সুধাকর বাবু। গাড়িটি 6 চাকা বিশিষ্ট ও 100 সিসির । গাড়িটিকে সকাল থেকেই রাস্তায় ঘুরতে দেখেন জনগন
প্রসঙ্গত বলে রাখা ভালো ! এই সুধাকর বাবু প্রায়ই নানান সামাজিক সমস্যাতে এরকম উদ্যোগ নেন ।এর আগে এইডসের সচেতনতার প্রচার করতে তিনি তৈরি করেছিলেন কন্ডোমের আকারের একটি গাড়ি। এছাড়াও সিগারেটের ক্ষতিকারক দিক বোঝাতে সিগারেটের আকারে গাড়ি এবং ট্রাফিক আইন মানার অনুরোধ জানিয়ে হেলমেটের আকারে গাড়ি বানিয়েও শিরোনামে এসেছেন তিনি। এবার করোনা ভাইরাসের সচেতনতার জন্য বানিয়ে ফেললেন আস্ত একটা করোনা গাড়ি।