Homeএখন খবররাজ্যে দেড় হাজার ছাড়াল কোভিড আক্রান্ত, আক্রান্ত চিকিৎসক সহ ১৪০ স্বাস্থ্য কর্মী,...

রাজ্যে দেড় হাজার ছাড়াল কোভিড আক্রান্ত, আক্রান্ত চিকিৎসক সহ ১৪০ স্বাস্থ্য কর্মী, পরিস্থিতি উদ্বেগ জনক, বলল চিকিৎসক সংগঠন, কলকাতার অবস্থা খারাপ

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে পাল্লা দিয়ে বাড়ছে কোভিড এবং আক্রান্ত বাড়ার হারও বেশ দ্রুত বলেই মনে করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আরও ৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এ রাজ্যে। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দেড় হাজার। গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে যার ফলে রাজ্যে মোট কোভিডে মৃত্যু দাঁড়াল ৭৯। কিন্তু এরই পাশাপাশি আরও একটি তথ্য রীতিমত উদ্বেগের যে কোভিড রোগীদের চিকিৎসা রত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যেও আক্রান্তের সংখ্যা বাড়ছে, অন্তত এমনটাই দাবি করছেন চিকিৎসকদের একটি সংগঠন। সংগঠনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী সেই আক্রান্তের সংখ্যা ১৪০।

বৃহস্পতিবারের নবান্নের দেওয়া বুলেটিন বলছে, বুধবার পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৪৫৬। আরও ৯২ জন আক্রান্ত হওয়ায় সেই মোট সংখ্যা হয়েছে ১৫৪৮। এখনও পর্যন্ত সেরে উঠেছেন মোট ২৯৬ জন। ৭৯ জন কোভিডে মারা যাওয়া ছাড়াও, আরও ৭২ জন করোনা সংক্রামিত ব্যক্তি মারা গেছেন কো-মর্বিডিটির কারণে। অর্থাৎ করোনা সংক্রমণ শরীরে থাকা অবস্থায় এ রাজ্যে মোট মৃত্যু হয়েছে ১৫১ জনের। এই মুহূর্তে করোনা অ্যাকটিভ কেস অর্থাৎ শরীরে করোনার জীবাণু সক্রিয় রয়েছে ১১০১ জনের।
অন্যদিকে এদিনই নিজেদের দাবিদাওয়ার জানিয়ে রাজ্যকে চিঠি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। চিকিৎসকদের ওই সংগঠনের দাবি অনুযায়ী, রাজ্যে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ১৪০ জনেরও বেশি এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহকে ই-মেল করে বিষয়টি ওই সংগঠনের তরফে জানানো হয়েছে।

সংগঠনের দাবি, বেশ কিছু দিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি, বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। বাদ যাচ্ছেন না নার্স এবং চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত অন্যরাও। এই পরিস্থিতিতে ওই ব্যক্তিদের সংস্পর্শে যাঁরা আসছেন, তাঁদের কোয়রান্টিনে চলে যেতে হচ্ছে। এ ভাবে চলতে থাকলে আগামী দিনে পরিস্থিতি আরও উদ্বেগজনক হবে বলে মত ডক্টরস ফোরামের। ইতিমধ্যেই বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রায় বন্ধের মুখে। এ দিন সংগঠনের সভাপতি অর্জুন দাশগুপ্ত এবং সম্পাদক কৌশিক চাকী যে চিঠি পাঠিয়েছেন মুখ্যসচিবকে, সেখানে আরও বেশি করে কোভিড-১৯ টেস্টের ব্যবস্থা করার পাশাপাশি স্বাস্থ্য দফতরের বুলেটিনে সবিস্তার তথ্য দেওয়ার অনুরোধও করা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় পার্সোনাল প্রটেকটিভ ইকুপমেন্ট (পিপিই)-সহ প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা যাতে স্বাস্থ্য ভবন করে, জানানো হয়েছে সেই অনুরোধও।

সংবাদমাধ্যমকে কৌশিক চাকী বলেন, “চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে কেউ না কেউ প্রতি দিনই করোনায় আক্রান্ত হচ্ছেন। নতুন করে একটি হাসপাতালে তিন জন প্রসূতি করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের কোনও উপসর্গ ছিল না। এমন অনেকেই রয়েছেন। বাইরে থেকে বোঝা সম্ভব হচ্ছে না। তাঁদের চিকিৎসা করতে গিয়ে অনেকেই আক্রান্ত হচ্ছেন। আবার অনেকে কোয়রান্টিনে চলে যাচ্ছেন। এখনও পর্যন্ত ১৪০ জনেরও বেশি করোনায় আক্রান্ত হয়েছেন, যাঁরা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত। আমরা বিষয়টি রাজ্যকে জানিয়েছি।” এর পরেই তিনি বলেন, “রাজ্যে এমন পরিস্থিতিতে টেস্টের সংখ্যা বাড়াতেই হবে। তা করতে গেলে আরও বেশি হাসপাতাল এবং ল্যাবরেটরিতে কোভিড-১৯ পরীক্ষার ব্যবস্থা করতে হবে।”

অন্যদিকে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যায় কলকাতা শুধু সবথেকে বেশি নয়, সারা রাজ্যের অর্ধেকের বেশি! মঙ্গলবার পর্যন্ত কলকাতায় আক্রান্তের সংখ্যা ছিল ৭০০। বুধবার আরও ৫৪ জনের আক্রান্ত হওয়ার খবর আসার পরে সেই সংখ্যা দাঁড়িয়েছিল ৭৫৪-তে। ফলে আজ আরও ২৯ জন নতুন করে আক্রান্ত হয়ে সংখ্যাটি ৭৮৩ তে দাঁড়িয়েছে। এ কলকাতায় এই মুহূর্তে করোনা অ্যাকটিভ রয়েছে ৫৩৫ জনের দেহে, এমনটাও বলছে বুলেটিন।

বুলেটিনে বলা হয়েছে রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা ৭৯। আরও ৭২ জন করোনা সংক্রামিত ব্যক্তি কো-মর্বিডিটির কারণে মারা গেছেন বলেও উল্লেখ করা হয়েছে। বুধবার স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছিল, কলকাতায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ৪২ জন মারা গিয়েছেন। আজ বৃহস্পতিবার বুলেটিনে উল্লেখ, কলকাতায় করোনা আক্রান্ত হয়ে এ শহরে মারা গেছেন ৪৭ জন। ফলে মনে করা যায়, গত ২৪ ঘণ্টায় মোট ৭ জনের মধ্যে কলকাতা শহরে ৫ মৃত্যু হয়েছে কোভিডে। আরও ৫২ জন করোনা সংক্রান্ত ব্যক্তি কো-মর্বিডিটির কারণে মারা গেছেন এই শহরেই।

RELATED ARTICLES

Most Popular