নিজস্ব সংবাদদাতা: আর কয়েক ঘন্টার ব্যবধান, সোমবার রাত ১২টা কিংবা তার কয়েক ঘন্টা পরেই এক লাখ করোনা আক্রান্তের সংখ্যা ছুঁয়ে ফেলবে ভারত। সোমবার সকালের খবর অনুযায়ী গত ২৪ ঘন্টায় ৫ হাজারেরও বেশি নতুন আক্রান্ত যুক্ত হয়েছে ভারতের তালিকায় যা এতদিনের সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে। এরমধ্যে শুধু মহারাষ্ট্রেই নতুন আক্রান্ত ২হাজার। যা কিনা দেশের সমস্ত রাজ্যগুলির চেয়ে ওপরে। সব মিলিয়ে ভারতে সোমবার সকাল ৮টায় মোট আক্রান্ত ৯৬,১৬৯জন। বলছে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রক। করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে এখন ৩হাজার। রবিবারই ১৫৭ জনের মৃত্যু হয়েছে। আর এই মৃত্যুর ৪০% মহারাষ্ট্রের। করোনা চক্রের এই আবর্তনেই আগামী ২৪ ঘন্টায় লাখ ছাড়িয়ে যেতে চলেছে আক্রান্ত।
ভারতে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৫৬,৩১৬। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের তথ্য অনুযায়ী সুস্থতার হার ৩০%, ভাল হয়ে উঠেছেন ৩৬,৮২৪। গত ২৪ঘন্টায় মহারাষ্ট্রর নতুন ২০০০রোগী যুক্ত হয়েছেন যার মধ্যে মুম্বাইয়েরই ১৫০০। শুধুই মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩৩,০৫৩। মৃত্যু ১১৯৮। মহারাষ্ট্রের পরেই দিল্লি,গুজরাট,তামিলনাড়ু। প্রতিটি রাজ্যই আক্রান্তের নিরিখে রবিবার উচ্চ স্তরে রয়েছে। রবিবার ৬০০ আক্রান্ত নিয়ে তামিলনাড়ু বর্তমানে ১১,২২৪ আক্রান্তের রাজ্য। ওই দিনই দিল্লিতে আক্রান্ত ৭২১ আর মোট আক্রান্তের সংখ্যা ১০,৫৫৪। রবিবার ৩৯১ জন নতুন আক্রান্ত নিয়ে ১১,৩৮০তে দাঁড়িয়ে রাজ্য, মৃত্যু হয়েছে ৬৫৯ জনের। ২৪জন মারা গেছে রবিবারই
।ওইদিনই উত্তর প্রদেশে আক্রান্ত হয়েছেন ২০৮ আর মোট আক্রান্ত ৪,২৫৯জন।
শেষ ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০১ জন। মারা গেছেন আরও ৬ জন। সুস্থও হয়ে উঠেছেন ৬৭ জন। ফলে সব মিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৭৭। কোভিডে মোট মৃত্যু হয়েছে ১৬৬ জনের। মোট সুস্থ হয়ে উঠেছেন ৯৫৯ জন। রবিবার অবধি রাজ্য সরকারের স্বাস্থ্য ভবনের দেওয়া হিসাব অনুযায়ী ৭২ জন করোনা সংক্রামিত ব্যক্তি ইতিমধ্যেই মারা গেছেন কো-মর্বিডিটির কারণে। অর্থাৎ করোনা সংক্রমণ শরীরে থাকা অবস্থায় এ রাজ্যে মোট মৃত্যু হয়েছে ২৩৮ জনের।
পরিসংখ্যানের চুলচেরা বিচার চলছে আর সেই হিসাব অনুযায়ী জুনের মাঝামাঝি দেশে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লাখে পৌঁছে যাবে। আর বৃদ্ধির যৌগিক হারে বাংলা জুন মাসে ২০ হাজারে পৌঁছে যেতে পারে।