Homeএখন খবরখড়গপুরকে ১০০ রানে হারিয়ে করোনা কালের রেকর্ড সংক্রমন মেদিনীপুর শহরে! পশ্চিম মেদিনীপুরে...

খড়গপুরকে ১০০ রানে হারিয়ে করোনা কালের রেকর্ড সংক্রমন মেদিনীপুর শহরে! পশ্চিম মেদিনীপুরে দৈনিক সংক্রমন সামান্য কমে ৪৮৩

In Kharagpur city, at least 75 people including 11 without address were affected. The highest number of infections were found from Malch, 6 people. From Malanche's Independent Club and Khudirampalli, one person was attacked and the other 6 were from different areas of Malanche. 6 people including South Inda are affected. Six people were found infected from the IIT campus. The rest of the victims are Purigate, RPF Barracks, Mathurakati 2, Bangalipara and Nayapara. Bulbulchati 3, Subhashpalli 2, Sukantpalli, Talbagicha 2, Durgapur, Bhagwanpur 3, Sonamukhi, Bhabanipur 4, North Bhabanipur 2, DVC Mayapur 2, Sanjoal 2, Prembazar 2, Panchberia 3, Srikrishnapur, Barbetia, Traffic, Hijli, Mukherjee Nursing Home, Baganbari areas have been affected. Gaurangchak, Shimla, Jamira, Panchthubi, Matkatpur, Paisti Shyamchak, Gopali, Soladhar, Ghagra, Tata Metallic Housing Samraipur 4, Kalinagar, Balrampur of Kharagpur Grameen were affected by a total of 18 new cases.

নিজস্ব সংবাদদাতা: করোনা কালের যাবতীয় রেকর্ড ভেঙে দিল মেদিনীপুর শহর। এযাবৎ কালে খড়গপুর শহরের রেকর্ডই ছিল সর্বোচ্চ ১৬০জন কিন্তু মেদিনীপুর শহর ৮ই মে সেই রেকর্ড ভেঙে নূন্যতম ১৭৬ জনে দাঁড়ালো। গত ১৫ মাসের করোনা কালে এক দিনে এত সংক্রমন হয়নি জেলার কোনও শহরেই। গত ৪৮ ঘন্টায় জেলায় সরকারি ও বেসরকারি হাসপাতালে কোরনা নিয়ে যে একডজন মৃত্যু হয়েছে তার সিংহভাগই শহরের, অন্ততঃ ৭জন। তার সঙ্গে এই বাড়তি সংক্রমন নিশ্চিত ভাবেই চিন্তা বাড়ালো মেদিনীপুর শহরে। এদিন জেলায় সর্বমোট দৈনিক সংক্রমন ৪৮৩ জন। আরটি/পিসিআর ৩০২, আ্যন্টিজেন ১৫৯ এবং ট্রুনাট থেকে ২২জনের পজিটিভ পাওয়া গেছে।

মেদিনীপুর শহরের নির্দিষ্ট ঠিকানা উল্লেখ করা হয়নি এমন ৫৪ জন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। সর্বোচ্চ সংক্রমন পাওয়া গেছে হবিবপুর থেকে, ১৩ জন। ঠিক পাশের কুইকোটা থেকে ৮ জন। এরপর কোন এলাকায় কত তার উল্লেখ করা হল পাশের সংখ্যা দিয়ে। মির্জাবাজার ৬,
বার্জটাউন, নজরগঞ্জ ৭ , সিপাইবাজার ৫, কালগাঙ ২, সুকান্তপল্লী, তালিসেনিয়া, আবাস ৫, স্কুলবাজার ৩, অশোকনগর ৩, পুলিশলাইন ৬ , তোড়াপাড়া ২, আবাস ৪,
রাঙামাটি ২, সুজাগঞ্জ, তাঁতিগেড়িয়া ২, অরবিন্দনগর ৪ , কুইকোটা ৮, খাপরেলবাজার, কোতবাজার, বড়বাজার, বিধাননগর ৩, মহাতাপপুর ২, ধর্মা ২, বল্লভপুর ৭, শরৎপল্লী, মধুসূদননগর, রবীন্দ্রনগর ৪, পাটনাবাজার ২, কেরানীচটি, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ১১, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় রোড, পুলিশ হাসপাতাল, রাঙামাটি, জগন্নাথমন্দির, রামকৃষ্ণনগর, মাইকেল মধুসূদন নগর। একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটও আক্রান্ত হয়েছেন। মেদিনীপুর সদর গ্রামীনের জলাশয়পোল, গুড়গুড়িপাল, বাগডুবি, বেরাপাল ২, কালশিবঙ্গ, বয়লাশোল, দেউলডাঙা, দেপাড়া থেকে নতুন করে আক্রান্ত মিলেছে।

খড়গপুর শহরে এদিন ১১ জন ঠিকানা বিহীন সহ নূন্যতম ৭৫ জন আক্রান্ত। সর্বোচ্চ সংক্রমন পাওয়া গেছে মালঞ্চ থেকে, ৮জন। মালঞ্চের স্বাধীন ক্লাব ও ক্ষুদিরামপল্লী থেকে ১জন করে আক্রান্ত মিলেছে বাকি ৬জন মালঞ্চর বিভিন্ন এলাকার। সাউথ ইন্দা সহ ইন্দায় আক্রান্ত ৮ জন। আইআইটি ক্যাম্পাস থেকে ৭জন আক্রান্ত পাওয়া গেছে। বাদবাকি আক্রান্তরা হলেন পুরিগেট, আরপিএফ ব্যারাক, মথুরাকাটি ২, বাঙালিপাড়া ও নয়াপাড়া সহ খরিদায় ৩জন। বুলবুলচটি ৩, সুভাষপল্লী ২, সুকান্তপল্লী, তালবাগিচা ২, দুর্গাপুর, ভগবানপুর ৩, সোনামুখী, ভবানীপুর ৪,  নর্থ ভবানীপুর ২, , ডিভিসি মায়াপুর ২, সাঁজোয়াল ২, প্রেমবাজার ২, পাঁচবেড়িয়া ৩, শ্রীকৃষ্ণপুর, বারবেটিয়া, ট্রাফিক, হিজলী, মুখার্জী নার্সিংহোম, বাগানবাড়ি এলাকায় আক্রান্ত হয়েছেন।
খড়গপুর গ্রামীনের গৌরাঙ্গচক, সিমলা,জামিরা, পাঁচথুবি, মাতকাতপুর, পইস্তি শ্যামচক, গোপালি, সোলাডহর, ঘাগরা, টাটা মেটালিক আবাসন সামরাইপুর ৪, কালীনগর, বলরামপুর মিলিয়ে মোট ১৮জন নতুন করে আক্রান্ত।

সদর মহকুমার গড়বেতায় আক্রান্ত নূন্যতম ৩৬ জন। গড়বেতা সদরের ৬ জন ছাড়াও , গনকবাঁধি, খুদিয়াশোল, পানিকোটর, ধন্যশোল, দুর্লভগঞ্জ ৩, বাটাশোল, মানিকবাঁধ, বড়বালা, সতিবাজার ২, বীরসিংপুর, দ্বারিগেড়িয়া, ডাবচা, নগরা ২, জগারডাঙা, আসরগ্রাম ৩, বাঁকাটি মইতা, কৃষনগর, রাধানগর আমলাগোড়া, মাথুরি খড়কুশমা, বাঁধগোড়া আমলাগোড়া, ব্রহনগ্রাম। গোয়ালতোড়: গোয়ালতোড়, পাটাশোল, খুনবেড়িয়া ২, বালিবাঁধ, কাঁকরিশোল, ময়তা, জগুলনাড়ায় নতুন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে।

শালবনী শালবনী সদর ৬, ট‍্যাঁকশাল কলোনী ২, গ্রামীন হাসপাতাল ২, তিলাবনি, কাচারিরোড, জামবনী সহ মোট ১৩ জন আক্রান্ত। কেশপুর থানার কেশপুর সদর থেকেই আক্রান্ত ৪ জন। বাকি ১জন করে আক্রান্ত , নেড়াদেউল, যদুবাড়, মহিষদাতে।

খড়গপুর মহকুমার বেলদা সদরে আক্রান্ত ৬জন। থানার বাকি এক আক্রান্ত ময়না পাড়ায়। নারায়নগড় সদর থেকে ২জন আক্রান্ত ছাড়াও নাড়মায় এক আক্রান্ত পাওয়া গেছে। কেশিয়াড়ীতে আক্রান্ত ১০ জন। কেশিয়াড়ী সদরের ৪জন ছাড়াও আক্রান্ত পাওয়া গেছে , মুড়াকাটা, আমদা, সিঙ্গাই যমুনা, মামুদপুর, গোপালপুর, কামারচৌকি থেকে

সবং থানার বলরামপুর, বাগবেড়িয়া, গোকুলপুর, পাইকান দক্ষিণবাড় এবং ডেবরা থানার ডেবরা, বেচুইয়া, চককানু, চন্ডিপুর, অসনপুর, মানসিংপুর, পশ্চিমবেগুনি, হামিরপুর ২, বরাগড় ২, আষাঢ়িবাঁধ, বালিচক, ইসলামপুর মিলিয়ে আক্রান্ত ১৪ জন। পিংলা থানার পিংলাতেই ২ জন ও পিন্ডরুইতে আক্রান্ত একজন।
দাঁতন থানার বারাসতি ললিতপুর ২, দক্ষিণ আড়বোনা মেনকাপুর ৪, কৃষ্ণমাইতিবাড়, নবাইপুরে আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। মোহনপুর থানার বাগদা, হরিপুর, দেওয়াননগর, কাশিবাগে আক্রান্ত পাওয়া গেছে।

ঘাটাল মহকুমায় এদিন আক্রান্ত কিছুটা কম। তিন থানা মিলিয়ে প্রায় ৬৫ জন। চন্দ্রকোনা থানার চন্দ্রকোনা, লক্ষ্মীপুর, কঙ্কাবতী, শোনপুর, গাছশীতলা, খিড়কিবাজার, বাঁকাটি, ক্ষীরপাই ৫, কালাকড়ি, গোপালপুর, আগড় ২, গোহালডাঙা, আমর এবং দাসপুর থানার গোছাতি, রানিচক ৩, নিশ্চিন্তিপুর, নারায়নচক ২, সোনাখালি, সোনামুই ২, রানা, চাইপাট, শ্যামসুন্দরপুর, পলাশপাই ২, রসিকগঞ্জ, সেকেন্দারি, বড়শিমুলিয়া, রাধাকান্তপুর, শঙ্করপুর, চকচাইপাট, জোতঘনশ্যাম, ভগবতীপুর, পাঁচবেড়িয়া ৩ আক্রান্তের খোঁজ পাওয়া গেছে।

ঘাটাল থানায় আজও সর্বোচ্চ সংক্রমন কোন্নগর এলাকাতেই ৭জন। এছাড়া চাউলি, খানখানচক, অজবনগর রথিপুর, ঘাটাল ২, গোবিন্দপুর, কুশপাতা, রাধাকান্তপুর, গোকুলনগর, জয়কৃষ্ণপুর, বিরসিংহপুর, রাধানগর, উদয়নগঞ্জ, পান্না, (মিলিয়ে মোট ২১ জন আক্রান্ত।

RELATED ARTICLES

Most Popular