Homeএখন খবরদেশে একধাপে অনেকটা কমে গেল করোনা সংক্রমন

দেশে একধাপে অনেকটা কমে গেল করোনা সংক্রমন

নিউজ ডেস্ক: দেশে করোনার মহামারীর গ্রাফ নিম্নমুখী, তবে কোভিডের মৃত্যুর সংখ্যা ওঠানামা করে চলেছে। স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ১৪ হাজার ৪৬০ টি নতুন করোনার কেস এসেছে এবং ২৬৭৭ জন আক্রান্ত ব্যক্তি প্রাণ হারিয়েছেন। একই সময়ে, ১ লক্ষ ৮৯ হাজার ২৩২ জনও করোনামুক্ত হয়েছেন। অর্থাৎ, শেষ দিনে ৭৭,৪৪৯ আকটিভ কেস কমেছে। এর আগে, ৫ এপ্রিল (৯৬,৯৮২)-এ খুব কম সংখ্যক করোনার কেস নথিভুক্ত হয়েছিল।

আজ, টানা ২৪ দিনের দিন দেশে করোনার ভাইরাসের নতুন কেসের চেয়ে বেশি মানুষ সুস্থ হয়েছেন। ৫ জুন অবধি সারাদেশে ২৩ কোটি ১৩ লক্ষ ২২ হাজার করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। গত দিনে ৩৩ লক্ষ ৫৩ হাজার ৫৩৯ টি ভ্যাকসিন দেওয়া হয়েছিল। একই সঙ্গে, এ পর্যন্ত ৩৬ কোটি ৪৭ লক্ষেরও বেশি করোনার পরীক্ষা করা হয়েছে। গত দিনে ২০.৩৬ লক্ষ করোনার স্যাম্পেল পরীক্ষা করা হয়েছিল, যার পজিটিভিটি রেট ৬ শতাংশের বেশি।

আজ দেশের করোনার সর্বশেষ পরিস্থিতি-মোট করোনার কেস – ২ কোটি ৮৮ লক্ষ ৯ হাজার ৩৩৯ ।মোট টেস্ট- ২ কোটি ৬৯ লক্ষ ৮৪ হাজার ৭৮১।মোট আকটিভ কেস – ১৪ লক্ষ ৭৭ হাজার ৭৭৯ ।মোট মৃত্যু- ৩ লক্ষ ৪৬ হাজার ৭৫৯ জন। দেশে করোনায় মৃত্যুর হার ১.২০ শতাংশ, আর সুস্থতার হার ৯৩ শতাংশ ছাড়িয়েছে। আকটিভ কেস ৬ শতাংশেরও নিচে নেমে এসেছে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গে আজও ৭ হাজারের মধ্যেই থাকলো দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।রাজ্যে লাগোয়া বিধি নিষেধে কাজ হয়েছে।রোজ অল্প অল্প করে কমছে করোনার কেস।স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী,রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৭ হাজার ৬৮২ এবং মৃত ১১৮ জন। এরপর রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে ১৬,১৫২ জন।

গত ২৪ ঘন্টায় করোনামুক্ত হয়েছেন ১৬ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে এথনও পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৩,৫৮,৫৩৭ জন। শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে পরীক্ষা হয়েছে সাড়ে ৭২ হাজারের বেশি। রাজ্যে সংক্রমণের হার ১১ শতাংশের কম।

গত বেশ কয়েকদিনের মতোই রাজ্যের মধ্যে করোনা সংক্রমিত ও মৃতের সংখ্যার নিরীখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগণা। উত্তর ২৪ পরগণায় একদিনে সংক্রমিত ১৬৬৪ এবং মৃত ২৮ জন। কলকাতায় একদিনে সংক্রমিত ৭৮৬ এবং মৃত ২৩ জন।

RELATED ARTICLES

Most Popular