নিউজ ডেস্ক: দেশে করোনা পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে। টানা দশম দিন, দেশে দৈনিক সংক্রমণ এক লক্ষেরও নীচে রয়েছে। একই সঙ্গে মৃত্যুর সংখ্যাও অবশেষে কমতে শুরু করেছে। স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ৬৭,২০৮ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন এবং এই সময়কালে ২৩৩০ জন প্রাণ হারিয়েছেন। বুধবার, করোনায় ১ লক্ষ ৩ হাজার ৫৭০ জন সুস্থ হয়েছেন,
একনজরে দেখে নেওয়া যাক দেশের করোনা সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি– মোট করোনা আক্রান্ত হয়েছেন – ২ কোটি ৯৭ লক্ষ ৩১৩ ।মোট করোনার পরীক্ষা হয়েছে – ২ কোটি ৮৪ লক্ষ ৯১ হাজার ৬৭০ । মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা – ৮ লক্ষ ২৬ হাজার ৭৪০ জন। মোট করোনায় মৃত্যু হয়েছে- ৩ লক্ষ ৮১ হাজার ৯০৩ জন
দেশে টানা ৩৫ তম দিনে করোনার ভাইরাসে আক্রান্ত মানুষের চেয়ে বেশি সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেশি। ১৬ ই জুন অবধি সারা দেশে ২৫ কোটি ৫৫ লক্ষ করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। গত দিন ৩৪ লক্ষ ৬৩ হাজার টিকা দেওয়া হয়েছে। একই সময়ে, এখনও পর্যন্ত প্রায় ৩৮ কোটি ৫২ লক্ষ করোনার পরীক্ষা করা হয়েছে। গত দিনে প্রায় ১৯ লক্ষ করোনার স্যাম্পেল পরীক্ষা করা হয়েছিল, যার পজিটিভিটি রেট ৪ শতাংশের বেশি।দেশে করোনায় মৃত্যুর হার ১.২৮ শতাংশ এবং সুস্থতার হার ৯৬ শতাংশের কাছাকাছি। চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ শতাংশেরও নিচে নেমে এসেছে।
একনজরে দেখে নেওয়া যাক কয়েকটি রাজ্যের করোনার পরিস্থিতি, বুধবার পশ্চিমবঙ্গে, করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮৭ জন এবং মৃ্ত্যু হয়েছে ৬৯ জনের। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার ৯৭ শতাংশ। বাংলায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুই জেলা হল উত্তর ২৪ পরগনা ও কলকাতা।স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী উত্তর ২৪ পরগনায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩৫ এবং মৃত্যু হয়েছে ১৭ জনের।অন্যদিকে কলকাতায় একদিনে সংক্রমিত হয়েছেন ৩৭৭ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের।
বুধবার মহারাষ্ট্রে , সংক্রমণের ১০,১০৭ নতুন করোনা রোগীর খবর পাওয়া গেছে এবং ২৩৭ জন রোগী মারা গেছেন। রাজ্যে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯,৩৪,৮৮০ এবং মৃতের সংখ্যা ১,১৫,৩৯০ । বুধবার দিল্লিতে, করোনার নতুন করে ২১২ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ২৫ জন আক্রান্ত ব্যক্তি মারা গেছেন। এখনও অবধি মোট ২৪,৮৭৬ জন মারা গেছেন,এরপর সংক্রামিতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪,৩১,৭১০।