নিজস্ব সংবাদদাতা :সারা বিশ্ব যখন করোনার ওষুধ আবিষ্কার করতে হিমসিম খাচ্ছে। লক্ষ কোটি ডলার ব্যয় করেও অধরা মারন রোগের দাওয়াই। আর সেই পরিসরে ঘাতক নোভেল করোনাভাইরাসের আতঙ্কে তটস্থ গোটা বিশ্ব। ভারতের মত প্রতিবেশী দেশেও করোনার শিকার হয়ে প্রথম মৃত্যুর ঘটনাও ঘটে গেছে। আর সেই কারনে আতঙ্ক আরও প্রকট হয়েছে বাংলাদেশে। স্বল্প হলেও করোনা আক্রান্তের ঘটনা বাংলাদেশেও সামনে এসেছে। সব মিলিয়ে সে দেশের নাগরিকদের একাংশের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। প্রতিষেধক বের না হওয়ায় সেই আতঙ্ক আরও ছড়িয়েছে আর মানুষের এই দুর্বলতার সুযোগে মুনাফা কামাতে ময়দানে নেমে পড়েছে কিছু জালিয়াত। বৃহস্পতিবার বাংলাদেশের নেত্রকোণায় করোনাভাইরাসের ভুয়া প্রতিষেধক বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুজন জালিয়াত। গ্রেপ্তারের পর তাদের ভ্রাম্যমাণ সান্ধ্য আদালতে পেশ করা হলে কেন্দুয়া উপজেলা কার্যনির্বাহী আধিকারিক তথা কার্যনির্বাহী বিচারক আল ইমরান রুহুল ইসলাম ধৃতদের ২বছরের কারাদণ্ডের নির্দেশ দেন।
বাংলাদেশ পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার স্থানীয় মানুষ মারফৎ তারা খবর পায় যে মারণ ভাইরাসের প্রতিষেধক বলে দাবি করে নেত্রকোণায় করোনাভাইরাসের ‘ওষুধের’ নাম করে মোটা টাকার বিনিময়ে ভুয়ো ওষুধ বিক্রি করছিল রাশেদুল ইসলাম (৩৫) এবং নজরুল ইসলাম রুবেল (২৭) নামে দুই যুবক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রতারণার দায়ে গ্রেফতার করা হয় তাদের। ধৃতদের বাড়ি ময়মনসিংহে। তাদের ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে দু’বছর করে কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক।
বর্তমানে বিশ্বের প্রায় ১১৮টি দেশে করোনা ভাইরাস সংক্রমনের প্রমান মিলেছে। এখনও পর্যন্ত আক্রান্ত প্রায় ১২ লক্ষ। মৃত্যু হয়েছে ৪ হাজারের বেশি মানুষের। বুধবারই করোনাভাইরাসের সংক্রমণকে মহামারী বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হু। পরিস্থিতি মোকাবিলায় তৎপর বিশ্ব প্রতিটি দেশ। চিন , মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা সহ বেশ কয়েকটি দেশ মোটা অঙ্কের ডলার বিনিয়োগ করেছে এই রোগের প্রতিষেধক আবিষ্কার করতে।