নিজস্ব সংবাদদাতা: পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুজনের। দুর্ঘটনার ফলে দুটি গাড়িতেই আগুন লেগে যায়। পুড়ে ছাই হয়ে যায় গাড়ি দুটি। অন্যদিকে অন্য গাড়ির দুই আরোহীর মৃত্যু হয় ঘটনাস্থলেই। ভয়াবহ এই দুর্ঘটনার খবর পেয়েই বিস্ফোরনের আশঙ্কায় গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। ছুটে আসে দমকল যদিও আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে একটি গাড়িকে বাঁচাতেই পারা যায়নি। পুড়ে ছাই হয়ে যায় দুটি গাড়িই।
বৃহস্পতিবার বিকেল ৩ টা নাগাদ ১১৬ বি জাতীয় সড়কের ওপর মারিশদা থানার গোয়াগিরি ও দুরমুঠের মাঝামাঝি জায়গায় ঘটেছে। এদিন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে টাকা ভরতে আসা রিফিলিং এজেন্সির একটি গাড়ি মারিশদার দিক থেকে কাঁথির দিকে আর স্কুটিটি মারিশদার দিকে যাচ্ছিল। রিফিলিং এজেন্সির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে স্কুটিতে। ছিটকে রাস্তার ওপর পড়েন দুই আরোহী। মাথায় রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁদের। দুর্ঘটনার পরই গাড়ির সামনে খাঁচাবন্দি হয়ে আটকে যায় স্কুটিটি। আর ওই অবস্থাতেই রিফিলিং এজেন্সির গাড়িটি এগিয়ে যায় প্রায় এক কিলোমিটার। রাস্তায় ঘর্ষনের প্রথমে স্কুটিতে আগুন লেগে যায় আর সেটা থেকেই আগুন ধরে যায় ওই বড় গাড়িতে।টাকার বাক্স নিয়ে কোনওভাবে গাড়ির দরজা খুলে বেরিয়ে আসেন চালক সহ তিনজন।
এদিকে দুটি গাড়িতে আগুন লাগতে দেখেই ভিড় করে আশেপাশের মানুষ জন। পাছে বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে সেই আশঙ্কা থেকে পুলিশ ঘিরে রাখে রাস্তার দু’পাশের জনতাকে। পরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায় বটে কিন্তু ততক্ষনে দুটি গাড়িরই কোনও অস্তিত্ব নেই বললেই চলে। গাড়ির তিন আরোহীকে ভর্তি করা হয়েছে কাঁথি মহকুমা হাসপাতালে। মৃত দুজনের নাম জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি অমিত দেব।