Homeএখন খবরমকর আর টুসুর সাথে মোরগ লড়াইয়ে মেতেছে জঙ্গলমহল

মকর আর টুসুর সাথে মোরগ লড়াইয়ে মেতেছে জঙ্গলমহল

ভবানী গিরি : রাত পোহালেই  আমবাংলার প্রানের পার্বন মকর সংক্রান্তি। বাঙালির প্রিয়তম এই উৎসবের সঙ্গে  জঙ্গলমহলবাসীর আরেক উৎসব টুসু মনির আরাধনা। আর এই দুই অনুষঙ্গে আরও এক অনুষঙ্গ হল মোরগ লড়াই। জঙ্গলমহল জুড়ে এই সময়ে তাই মোরগলড়াইয়ের ধুম। ছোট বড় মিলিয়ে কয়েক হাজার মোরগ লড়াইয়ের পাড়া বা ধুলাট রয়েছে সমগ্র জঙ্গলমহলে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জনপ্রিয় এবং বৃহত্তম কয়েকটি ধুলাট স্থানীয় ভাষায় কুঁকড়া লড়াই পাড়া রয়েছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর,নয়াগ্ৰাম এলাকায় । পৌষ সংক্রান্তির ঠিক আগের দিন শুরু হয়ে প্রতিযোগিতা চলে পুরো মাঘ মাস ধরে। মঙ্গলবার সেই মোরগ লড়াই শুরু হয়ে গেল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় ভাষায় সংক্রান্তির আগের দিনটি হল বাঁউড়ী পরব। মঙ্গলবার গোপীবল্লভপুরের ছাতিনাশোল বাসস্ট্যান্ড আর ফেকো হাটে তেমনই জমজমাট কুঁকড়া লড়াই জমে উঠতে দেখা গেল। তার মধ্যে  ছাতিনাশোলের মোরগ লড়াইতে এবছর ৭০০ জন প্রতিযোগী অংশ নিতে দেখা গেল। । প্রতিযোগিতায় বিজয়ী মোরগের মালিক পরাজিত মোরগ লাভ করেন তেমনই বাইরে প্রচুর মানুষকে দেখা যায় মোরগ না এনেও টাকার বাজি রাখতে। স্থানীয় এক বাজিকর জানালেন, কয়েক লক্ষ টাকার বেটিং চলে একেক একটি ধুলাটকে ঘিরে।

RELATED ARTICLES

Most Popular