Homeএখন খবরপশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারবর্গকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা...

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারবর্গকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই অশান্তি ছড়িয়েছে। রাজনৈতিক হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথের দিনই রাজ্যকে ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া ভাষায় চিঠি পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। হিংসার ঘটনা রুখতে রাজ্য সরকার কী পদক্ষেপ করছে, চিঠিতে তা জানতে চেয়েছে কেন্দ্র সরকার।

এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় নির্বাচনোত্তর হিংসায় নিহতদের পরিবারবর্গকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করার কথা এদিন নবান্ন থেকে এক সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন। গত ২ মে রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। কার্যত সে দিন থেকেই রাজ্যের নানা প্রান্তে হিংসার জেরে জন কুড়ি বাইশ মানুষের প্রাণ গিয়েছে।

এদের মধ্যে বেশিরভাগই তৃণমূল কর্মী, নেতা বা সমর্থক। বাকিরা গেরুয়া শিবিরের। এই ঘটনার জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও কড়া চিঠি পাঠিয়েছে রাজ্যকে। সেই সঙ্গে এদিনই তাঁদের পাঠানো চার সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল রাজ্যে এসে নবান্নে বৈঠকও করেছেন। তার পরে পরেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা রীতিমত তাৎপর্যপূর্ণ।

প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পরবর্তী হিংসার ঘটনায় বিজেপি কেই কাঠগড়ায় তুলেছেন। বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপি কে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বললেন, ‘বিজেপি নিজেদের পরাজয় মেনে নিতে পারছে না। তাই এসব করছে।’ মমতা বলেন, ‘এটা বিজেপির রাজনৈতিক নাটক। আমাদের কর্মীদের হত্যা করা হয়েছে, বিজেপির নয়। মানুষকে বিভ্রান্তি ছড়াচ্ছে ওরা।’

এছাড়া মুখ্যমন্ত্রী বিজেপিকে নিশানা করে আরও বলেন, ‘সাম্প্রদায়িক রাজনীতি করে ওরা শুধু। বাংলার মহিলাদের উপর অত্যাচার চালিয়েছে। নির্বাচনের সময় সবাই বাংলায় এসে করোনা ছড়িয়েছে। বিজেপির এত অহংকার, মনুষ্যত্ব নেই।’

RELATED ARTICLES

Most Popular