Homeএখন খবরছটপুজোয় মেতে উঠলো কাটোয়ার চরসাহাপুর গ্রাম

ছটপুজোয় মেতে উঠলো কাটোয়ার চরসাহাপুর গ্রাম

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমানঃ শনিবার বিকাল ৪টা থেকে পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নং ব্লকের অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতের  চরসাহাপুর গ্রামের চৌধুরী পাডায় গঙ্গা নদীর তীরে ছট পূজার আয়োজন করা হয়।,গ্রামের বিবাহিত পুরুষ ও মহিলারা এই পূজা করে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কূলো ডালা ভর্তি গোটা বিভিন্ন রকমের ফল নিয়ে কোমর ভর্তি জলে সূর্য দেবতার পূজা করে, জলের মধ্যে সাত পাক দিতে দিতে নিজ নিজ মঙ্গল কামনা করে সূর্য দেবতার কাছে। অবিবাহিত ছেলে মেয়েরা ঘটিতে দুধ নিয়ে কোমর ভর্তি জলে সূর্য দেবতার পূজা করে। ফলভর্তি ডালা গঙ্গার তীরে রেখে ধূপধূনো দিয়ে,সূর্য অস্ত যাওয়ার পরে ডালা ভর্তি ফল মাথায় করে বাড়িতে যায় সকলে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আগামী কাল রবিবার আবার ঐ ফলের ডালা নিয়ে সূর্য ওঠার আগে একই ভাবে পূজা করবে, সূর্য ওঠার পর বাড়িতে এসে আহার করবে। আজ সারাদিন ও রাত্রিতে উপবাস থাকব। গতকাল শুক্রবার সারাদিন উপবাস ছিল।গত রাতে হব্বিসি করে। ।গ্রামের সকল শ্রেণীর মানুষের সমাগম হয়েছিল। ছেলে মেয়েরা বাজি  পোড়ায়,-পটকা ফাটায়। বিভিন্ন  বাজনা ছিল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রাস্তা থেকে ঘাট পর্যন্ত  আলো  দিয়ে সাজনো হয়েছে ।এই পূজা করতে কোন পুরোহিত লাগে না।  নিজের পূজা নিজেই করে ।আজকে পশ্চিম দিকে মুখ করে এবং আগামী কাল পূর্ব দিক মুখ করে সূর্য দেবতার কাছে পূজা করতে হয়।কাটোয়ার ইসলামপুর জি এন বি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক রামজীবন হাজরা সস্ত্রীক সহ এই পুজো প্রথমবার দেখতে যান।তিনি জানান,এই প্রথমবার সস্ত্রীক একসঙ্গে পুজো দেখলাম ও খুবই আনন্দ পেলাম।

RELATED ARTICLES

Most Popular