Homeএখন খবরঅসম ত্রিপুরার বেড়া টপকে আগুন জ্বলল মেঘালয়েও, নাগরিক সংশোধনী আইনের বিরুদ্ধে উত্তাল...

অসম ত্রিপুরার বেড়া টপকে আগুন জ্বলল মেঘালয়েও, নাগরিক সংশোধনী আইনের বিরুদ্ধে উত্তাল শিলং

উত্তাল শিলং, জ্বলছে গাড়ি 

নিজস্ব সংবাদদাতা:বৃহস্পতিবার রাষ্ট্রপতির স্বাক্ষরের পরই আইনে পরিনত হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল আর ওই দিনই উত্তরপুর্বের আরও এক রাজ্য উত্তাল হয়ে উঠল এই আইনের বিরুদ্ধে। অসম ত্রিপুরার বাইরে গিয়ে মেঘালয়েও বিক্ষোভ ছড়িয়ে পড়ল এবার। পরিস্থিতি মোকাবিলায় মেঘালয়েও আজ (শুক্রবার) নিয়ে টানা তিন দিন বন্ধ মোবাইল ইন্টারনেট ও এসএমএস পরিষো।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সংবাদ সংস্থা সূত্রে খবর শিলংয়ে   গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, কেনাকাটার মূল জায়গা পুলিশ বাজারের দোকানপাটও বন্ধ।বৃহস্পতিবার রাতে শিলং শহরের বিভিন্ন রাস্তায়  মশাল নিয়ে মিছিলের ছবিও ধরা পড়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বৃহস্পতিবারই তুমুল হেনস্থার মুখে পড়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী। রাজধানী শিলং থেকে ২৫০ কিলোমিটার দূরে উইলিয়ামনগরে নাগরিকত্ব বিলের বিরোধীরা হেনস্থা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে। এক স্বাধীনতা সংগ্রামীরকে শ্রদ্ধা জানানোর জন্য তিনি তিনি উইলিয়ামনগরে গিয়েছিলেন। চপার থেকে নামতেই তাঁকে হেনস্থা করা হয়।এদিকে কোনও রকম গুজবে পা না দেওয়া ও গুজব না  ছড়ানোর জন্য টুইট করে রাজ্যের বাসিন্দাদের অনুরোধ করেছে মেঘালয় পুলিশ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উত্তাল উত্তরপুর্বে ইতিমধ্যেই অসমে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তিন বিক্ষোভকারীর। আহত প্রায় ২০জন। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ত্রিপুরাতও গুলি চালিয়েছে পুলিশ। অসম ও  ত্রিপুরায় নেমেছে সেনা ও আধাসেনা।গুয়াহাটিতে ইতিমধ্যেই জারি হয়েছে কার্ফু।গুয়াহাটির গণেশগুড়িতে বৃহস্পতিবার রাজ্য পুলিশের মহা নির্দেশকের গাড়িতে হামলা হয়েছে। ইট, পাথর দিয়ে ডিজিপির কনভয়ে হামলা করে আন্দোলনকারীরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বুধবার রাত থেকেই গুয়াহাটির রাজপথে নেমে প্রতিবাদ জানাতে শুরু করেন অন্তত দশ হাজার মানুষ। হাত কেটে রক্ত দিয়ে পোস্টার লিখে স্লোগান তোলেন ছাত্রছাত্রীরা। রাজধানী দিসপুরের সচিবালয়ের নিরাপত্তাবেষ্টনী ভেঙে ফেলেন প্রতিবাদীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বঙ্গাইগাঁও ও ডিব্রুগড়ে দু’কলাম সেনা মোতায়েন করা হয়। জোরহাটেও সেনা মোতায়েন করা হয়। এরপরই নতুন করে মেঘালয়ে বিক্ষোভ ছড়ানোয় চিন্তার ভাঁজ কেন্দ্র সরকারের কপালে। 

RELATED ARTICLES

Most Popular