Homeএখন খবররাজপথ ছাড়িয়ে ক্যাব বিরোধি অন্দোলন এখন গ্রামগঞ্জের গলিতেও, দাঁতনের গ্রামে পুড়ল শাহের...

রাজপথ ছাড়িয়ে ক্যাব বিরোধি অন্দোলন এখন গ্রামগঞ্জের গলিতেও, দাঁতনের গ্রামে পুড়ল শাহের কুশপুতুল

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার বিকাল থেকে শুরু হওয়া রাজ্য জুড়ে ক্যাব বিরোধি যে প্রতিবাদ অন্দোলন শহরের রাজপথ বা জংশনের রেল স্টেশন দেখেছিল শনিবার তা গ্রামে গঞ্জেও ছড়িয়ে পড়তে দেখা গেল। এদিন সন্ধ্যায় এন আর সি ও ক্যাব বাতিলের দাবিতে শনিবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানা এলাকার সাবড়া গ্রাম কমিটির  স্থানীয় মানুষজন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শনিবার বিকেলে সাবড়া তুরকা গামি  রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও পথ অবরোধ চলতে থাকে। গ্রাম কমিটির পক্ষ থেকে আব্দুল করিম শেখ  জানান -“কেন্দ্র সরকারের এনআরসি ও ক্যাব বাতিলের দাবিতে আমরা সাবড়া গ্রাম কমিটির পক্ষ থেকে আজকে একটি বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছি ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এখানে অমিত শাহ নরেন্দ্র মোদি ও দিলীপ ঘোষের কুশপুতুল দাহ করা হয়েছে ।এই বিল সংশোধিত নাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করব আমরা ।”এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন সাবড়া গ্রাম কমিটির পক্ষ থেকে আব্দুল করিম শেখ ,এলাকার নেতৃত্ব টিঙ্কু মল্লিক সহ অন্যান্যরা ।

RELATED ARTICLES

Most Popular