নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী বলেছিলেন, কারা গন্ডগোল করছে পোশাক দেখলেই বোঝা যায়। আইআইটির একদল ছাত্র বললেন, সেটা আমরাও দেখতে পাচ্ছি যে কোন পোশাক দেশে দাঙ্গা লাগায়। সেই পোশাক হল মোদী কোট।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় সহ দিল্লির তিনটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পুলিশের প্রবেশ ও ছাত্রছাত্রীদের ওপর আক্রমনের প্রতিবাদে নামল আইআইটি খড়গপুরও। মঙ্গলবার সন্ধ্যায় আইআইটি ক্যাম্পাসের গেটের মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ বিক্ষোভ শুরুর মুখে এভাবেই নরেন্দ্র মোদীর ‘পোশাক’ বিতর্কের জবাব দিলেন আই আই টি খড়গপুরের পড়ুয়ারা।
এদিন প্রধানমন্ত্রীকে তীব্র শ্লেষ বাক্যে বিদ্ধ করে আইআইটির এক পড়ুয়া বলেন, সোনারকেল্লা সিনেমায় একটা ডায়ালগ আছে যে, পুরুষ মানুষ সাইজে ছোট আর মাথায় টাক আছে দেখলেই সন্দেহ করবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আরেক পড়ুয়া জানালেন, ছোটবেলায় দেখতাম বদমাশ ছেলের দল বইপত্র ছিঁড়ে ফেলত, স্কুলের চেয়ার টেবিল ভাঙত কারন ওরা পড়াশুনাকে ভাল বাসতে পারতনা। এখন জেএনইউ থেকে জামিয়া মিলিয়াতে যে আক্রমন চলছে তার সঙ্গে এর খুব মিল রয়েছে। যুক্তি , বিজ্ঞান এসব যাঁদের ঘটে ঢোকেনা, যাঁরা গণেশে প্লাস্টিক সার্জারি আর গরুর দুধে সোনা খুঁজছে তাদের জন্য বিশ্ববিদ্যালয় আর শিক্ষা প্রতিষ্টান বিপজ্জনক তাইনা?
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদের পাশাপশি এদিন গান কবিতা শ্লোগান দিয়েও প্রতিবাদ জানায় ছাত্ররা। যে ভাবে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী আর আর ছাত্রী হোস্টেলে ঢুকে তাণ্ডব চালিয়েছে তার বিরুদ্ধে ধিক্কার জানানো হয়। পড়ুয়ারা বলেন, ছাত্র সমাজের অঙ্গ হিসাবেই আমরা ছাত্রদের ওপর পুলিশের এই বর্বর আক্রমনকে ধিক্কার জানাই।