উল্টে পড়ে রয়েছে বাসটি |
নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার বেলা আড়াইটা নাগাদ খড়গপুর শহরে প্রবেশের ঠিক মুখেই নিয়ন্ত্রন হারিয়ে জাতীয় সড়কে উল্টে গেল বাস। দুরন্ত গতিতে থাকা অবস্থায় বাসটি উল্টে গেলে ১৪ জন মত বাসযাত্রী আহত হন এর মধ্যে ৮ জনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাঁদের মেদিনীপুরো মেডিক্যাল কলেজ হাসপাতাললে ভর্তি করা হয়েছে। ২জনকে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনাটি ঘটেছে বালেশ্বর-রানীগঞ্জ ৬০নম্বর জাতীয় সড়কে, খড়গপুর গ্রামীন থানার চাঙ্গুয়াল নামক স্থানের একটি সেতুর ওপর । যে সেতুটির নিচ দিয়ে বারবেটিয়া-জামনা রাজ্য সড়ক অবস্থিত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দিঘা থেকে বিষ্ণুপুরগামী ওই বাসটি খড়গপুর শহর দিয়েই মেদিনীপুর হয়ে গন্তব্যে যাচ্ছিল ফলে ওই সেতু হয়ে নিচে নেমে রাজ্যসড়ক ধরার কথা ছিল কিন্তু বাসটি এতটাই দ্রুতগামী ছিল যে নিয়ন্ত্রন রাখতে না পেরে নিচে নামার রাস্তা ধরার মুখেই উল্টে যায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আচমকা এই ঘটনার ফলে আহত হন বহু যাত্রী। স্থানীয় মানুষ ছুটে এসে উদ্ধার কার্যে হাত লাগান। ছুটে আসে জাতীয় সড়ক কর্তৃপক্ষের গাড়ি এবং খড়গপুর গ্রমীন থানার পুলিশ। সবার সহযোগিতায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৪জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। চালক ও খালাসী পলাতক। বাসটি আটক করেছে পুলিশ।