Homeএখন খবরকরোনা বুলেটিন :১,৪৬৩ রেকর্ড সংখ্যক নতুন আক্রান্ত নিয়ে ভারতে আক্রান্তের সংখ্যা ২৮...

করোনা বুলেটিন :১,৪৬৩ রেকর্ড সংখ্যক নতুন আক্রান্ত নিয়ে ভারতে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ছাড়াল, মৃত ৮৮৬

নিজস্ব সংবাদদাতা :লকডাউনের চল্লিশতম দিনে আক্রান্তর সংখ্যায় রেকর্ড ভাঙল ভারত। গত ২৪ ঘণ্টায় ১,৪৬৩ জন নতুন আক্রান্ত নিয়ে ভারতে করোনা আক্রান্তর সংখ্যা দাঁড়াল ২৮,৩৮০। সোমবার সন্ধ্যায় ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রদেয় তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় ৬০জন কোভিড আক্রান্তর মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৮৬। ভারতে বর্তমানে সক্রিয় কোভিড আক্রান্তর সংখ্যা ২১,১৩২জন । এঁদের মধ্যে ৭৭জন বিদেশি নাগরিক রয়েছেন। এখনও অবধি ৬,৩৬১জন করোনা মুক্ত হয়েছেন।

সোমবার সাংবাদিকদের দেশের করোনা পরিস্থিতি অবগত করাতে গিয়ে স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল বলেন, সোমবার সকাল অবধি ৬,১৮৪ জন রুগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন যার মধ্যে গত একদিনেই ভাল হয়েছেন ৩৮১জন । সুস্থ হওয়ার এই অনুপাত ২২.১৭%। গত ২৮ দিনে আক্রান্ত ১৬টি জেলা থেকে কোনও আক্রান্ত হওয়ার খবর আসেনি। একই ভাবে গত ১৪দিনে ৮৫ টি জেলাতে নতুন করে আক্রান্ত হয়নি কেউ ।
আগরওয়াল আরও জানিয়েছেন, ‘করোনা মুক্ত মানুষদের থেকে যে কোনও মতেই সংক্রমিত হওয়ার সম্ভবনা নেই এ বিষয়ে সরকার জোরালো প্রচার চালাবে। বরং এরা আমাদের কাছে করোনা মোকাবিলায় যথেষ্ট গুরুত্বপূর্ণ। যেহেতু এঁদের শরীরে এন্টিবডি তৈরি হয়ে গেছে তাই এঁদের প্লাজমা অন্যদের অন্য আক্রান্তর এন্টিবডি তৈরির সহায়কা হবে।’ এদিন স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে দেশের প্রায় ২০০০ মাণ্ডি কাজ শুরু করেছে যা প্রায় ৮০%।

সোমবার সন্ধ্যার হিসাবে ৮০৬৮ আক্রান্ত নিয়ে দেশের রাজ্য গুলির মধ্যে মহারাষ্ট্র খারাপ জায়গাতেই রয়েছে । ৩৩০১ আক্রান্ত নিয়ে পরেই রয়েছে গুজরাট। ২৯১৮ সংখ্যা নিয়ে দিল্লি তৃতীয় স্থানে । তারপর রাজস্থান ২১৮৫ জন। ১,১৭৭ আক্রান্ত নিয়ে অন্ধ্রপ্রদেশ হাজার অতিক্রম করেছে। মৃত্যুর তালিকাতেও ৩৪২ সংখ্যা নিয়ে শীর্ষে মহারাষ্ট্র। অন্য রাজ্যগুলি যেমন গুজরাট ১৫১, দিল্লি ৫৪, মধ্যপ্রদেশ ১০৬, তেলেঙ্গনা ২৬, অন্ধ্রপ্রদেশ ৩১,

পাঞ্জাব ১৮, কর্নাটক ২০, তমিলনাডু ২৪, রাজস্থান ৪১,পশ্চিমবঙ্গ ২০, জম্মু কাশ্মীর ৬, কেরল ৪,হরিয়ানা ৩, ঝাড়খণ্ড ৩ এবং বিহার ২। মেঘালয়, ওড়িশা , অসম , হিমাচল প্রদেশে ১ জন করে মৃত্যু হয়েছে। অন্যদিকে ত্রিপুরা, গোয়া, অরুনাচল প্রদেশ ও মনিপুরে বর্তমানে কোনও করোনা আক্রান্ত মানুষ নেই।

RELATED ARTICLES

Most Popular