নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজা কালীপুজোর পর এবার বুলবুল, পরপর বৃষ্টিতে মাথায় হাত ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ ও ২ব্লকের। জেলার অন্যতম শষ্য ও সবজি ভান্ডার বলে পরিচিত সুবর্ণরেখা ও ডুলুং অববাহিকার বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান ও সবজি ব্যপক ক্ষতির মুখে পড়েছে বুলবুলের প্রভাবে। শনিবার ভোর থেকে শুরু হওয়া ঝড়ো হাওয়ায় যেমন কাঁচা পাকা ধান যেমন লুটিয়ে পড়েছে তেমন সবজি খেতে জল জমে ব্যাপক ক্ষতি হয়েছে ফুলকপি, বাঁধাকপি, টমেটো সহ বিভিন্ন ক্ষেতে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে বাকড়া, আলমপুর,ফুলবেড়িয়া,টোপগেড়িয়া,পিড়াশিমূল। ধর্মপুর,শাশড়া প্রভৃতি গ্রামের সবজির ক্ষেত গুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই সব এলাকায় ব্যাপক হারে সুবর্ণরেখা তীরবর্তী অঞ্চলে শীতের সব্জী চাষ হয়। সেই সব্জী যেমন ফুল কপি এবং বাঁধা কপির গাছগুলো নেতিয়ে পড়েছে।এই পূর্ণ বয়স্ক সব্জী নষ্টের মুখে পড়ায় এলাকার চাষিরা চিন্তার মধ্যে পড়েছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় চাষিরা জানিয়েছে ঝড়ের দাপটে গোপীবল্লভপুর এক এবং দুই নম্বর ব্লকের ধান চাষের ব্যাপক ক্ষতি ইতিমধ্যে হয়েছে। এলাকার বিঘার পর বিঘা ধান জমি মাটিতে লুটিয়ে পড়ছে।এই সময়টায় আমন ধান পুষ্ট হচ্ছিল কিন্তু এভাবে ঝড়ের ফলে ধান গাছ লুটিয়ে পড়লে ফলন কম হবে বলে আশঙ্কা করছেন চাষিরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঝড়ের জন্য ভোর রাত থেকে গোপীবল্লভপুরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে। সাধারণ মানুষ সকাল থেকে একপ্রকার ঘরবন্দী আছেন।গোপীবল্লভপুরের সবজি বাজারে সবজি বিক্রেতা যেমন কম তেমন ক্রেতার সংখ্যা নেই বললেই চলে। ঝড়ের পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতি নিয়ে গোপীবল্লভপুর ১ ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র’ র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আমাদের জানান, ”শনিবার ও রবিবার ছুটি বাতিল করে সমস্ত আধিকারিক ও কর্মচারীরা কন্ট্রোলরুমে বসে কাজ করছেন। প্রশাসন সদা সতর্ক আছে, আমার পরিস্থিতির উপর নজর রাখছি।”