নিজস্ব সংবাদদাতা: বুলবুলের প্রভাবে সব চেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন গরীব মানুষ। অনেকের ঘরবাড়ি নষ্ট হয়েছে যা এখনও অবধি মেরামত করে উঠতে পারেননি অনেকেই। তার সঙ্গে পাল্লা দিয়েছে চলছে শীতের দাপট। এমতাবস্থায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রবিবার ছুটির দিনটা অন্যরকম ভাবেই কাটাল দক্ষিন ২৪ পরগনার মথুরাপুর কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা । টিফিনের টাকা বাঁচিয়ে তাঁরা বিদ্যালয়ের শিক্ষক ও কলকাতার ডিভাইন ডেস্টিনেশন এর সহায়তায় সুন্দরবনের বুলবুল ঝড়ে বিধ্বস্ত দু হাজার অসহায়,দুঃস্থ পরিবারের হাতে শীত বস্ত্র তুলে দিল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ছাত্রছাত্রীরা জানিয়েছেন, পুঁথিগত বিদ্যা নেওয়ার সাথেই সেবামূলক কাজে ব্রতী করাই আমাদের লক্ষ্য।প্রতি বছর বিদ্যালয়ের এনসিসি, এনএসএস , কিশোর বাহিনী, স্কুল ব্যান্ড এর পরিচালনায় এরকম সমাজ সেবা ও সচেতনতামূলক কাজ বেশ কয়েক বার করে থাকি।” রবিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী গৌতম সাহা,ভারপ্রাপ্ত আধিকারিক,মথুরাপুর থানা,শ্রী সুমিত মাইতি,সম্পাদক,ডিভাইন ডেস্টিনেশন,কলকাতা,শ্রী শশাঙ্ক শেখর নিয়োগী,বিশিষ্ট সমাজ সেবক,বিদ্যালয় পরিচালনা সমিতির সদস্য বৃন্দ,শিক্ষক, শিক্ষাকর্মী বৃন্দ সহ সমাজের বিশিষ্ট জনেরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি বলেন, ” পঠন পাঠনের পাশাপাশি ছেলে মেয়েরা সমাজের প্রতি দায়বদ্ধ হয়ে উঠুক এটাই আমাদের লক্ষ। যে পরিবেশে আমাদের ছাত্রছাত্রীরা বসবাস করে তার অবস্থান, ভূগোল ও প্রকৃতির অবদানের পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় তাদের এগিয়ে যাওয়ার প্রেরনা আজকের এই কর্মসূচি।”