নিজস্ব সংবাদদাতা: শোনা যায় মোরগ লড়াইয়ের নৃশংসতা আর রক্তপাত এড়ানোর জন্যই বৈষ্ণব তীর্থ শ্রীপাট গোপীবল্লভপুরের সাবেক বৈষ্ণবাচার্যরা প্রবর্তন করেছিলেন বুলবুলির লড়াইয়ের। অহিংস চৈতন্য ভাবধারা আর আচার্য শ্যামানন্দ প্রভুর সেই পথ ধরেই আজও ঠাকুরবাড়িতে হয়ে থাকে সেই বুলবুলির লড়াই। আর এই লড়াই দেখতে মকরসংক্রান্তির সকালে দলে দলে মানুষ ভিড় জমান ঠাকুরবাড়িতে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের সেই নিজস্বতা আর ঐতিহ্য মেনেই বুধবার হয়ে গেল বুলবুলি পাখির লাড়াই।এবছরের এই লাড়াইতে মোট ১০০ টি পাখিকে নামানো হয়।মুলত দুটি পাড়ার মধ্যে এই লড়াইটি হয়,গোপীবল্লভপুর বাজার পাড়া আর গোপীবল্লভপুর দক্ষিণ পাড়ার মধ্যে মর্যাদা রক্ষার এ লড়াই।হেরে যাওয়া বুলবুলি পাখির মাথার টিকি কেটে দেওয়া হয় এই লড়াইয়ের স্থান থেকে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এবছর মর্যাদা রক্ষার বুলবুলি পাখি লড়াইতে প্রথম হয়েছে গোপীবল্লভপুর বাজার পাড়া। এই বাজার পাড়ার সাধু দলাই এর পাখি প্রথম হয়,দ্বিতীয় মুনা পাহাড়, তৃতীয় সুজিত বেরা। বিজয়ী বুলবুলি পাখির মালিকে গোপীবল্লভপুর ঠাকুরবাড়ি থেকে পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন শ্রী পাট গোপীবল্লভপুরের মহন্ত মহারাজ কৃষ্ণ কেশবানন্দ দেব গোষ্মামী।