Homeএখন খবরপর্যটকদের সন্ধ্যার মধ্যেই হোটেল ছাড়তে বলল দিঘার প্রশাসন, বুলবুলের চোখ রাঙানিতে ঘর...

পর্যটকদের সন্ধ্যার মধ্যেই হোটেল ছাড়তে বলল দিঘার প্রশাসন, বুলবুলের চোখ রাঙানিতে ঘর মুখো পর্যটকরা

নিজস্ব সংবাদদাতা: মাঠে মারা গেল হাজার পাঁচেক পর্যটকের শনি-রবি দিঘাতে ছুটি কাটানোর আনন্দ। শনিবার সকালে দিঘার সমস্ত পর্যটককে হোটেল ছাড়ার নির্দেশিকা পাঠাল দিঘা-শংকরপুর উন্নয়ন কর্তৃপক্ষ। শুধুই দিঘা নয় সাথে সাথে শংকরপুর, তাজপুর, মন্দারমনি সহ সমস্ত সৈকত আবাসগুলিতেও একই নির্দেশিকা পাঠানো হয়েছে বলে জানা গেছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আবহাওয়া দপ্তর জানিয়েছে শক্তি বাড়িয়ে বাংলা অভিমুখেই ধেয়ে আসছে শক্তিশালী সাইক্লোন ‘বুলবুল’। যার জেরে ‘মহাপ্রলয়’ ঘটতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে জারি করা হয়েছে জোর সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে, বাংলার উপকূল থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছে ‘বুলবুল’।১২০ থেকে ১৩৫ কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়তে পারে উপকুলে।

রাজ্য প্রশাসন জানিয়েছে, সৈকত এলাকায় দুর্যোগের তাণ্ডব ঘটলে এমনিতেই স্থানীয় মানুষদের নিয়ে ব্যতিব্যস্ত থাকতে হয় প্রশাসনকে। তার ওপর পর্যটকদের ভিড় বাড়তি চাপে ফেলতে পারে। তাছাড়া পর্যটকরা ক্ষয়ক্ষতি হলে বা হতাহত হলে তারজন্য প্রশাসনকে আলাদা ব্যবস্থা নিতে হয়। বর্তমান অবস্থাতে সেই ঝুঁকি নেওয়া চলেনা। তাই পর্যটকদের ফিরতে বলা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দিঘার হোটেল মালিক সংগঠনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানিয়েছেন, ‘পর্যটকদের নিরপত্তার স্বার্থেই হোটেল ছাড়তে বলেছে প্রশাসন। তাঁদের জন্য পর্যাপ্ত বাসেরও ব্যবস্থা করা হয়েছে।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শনি এবং রবিবারের ছুটি কাটানোর জন্য দিঘাতে প্রায় ৫হাজার পর্যটক রয়েছেন বলে জানা গেছে। শুক্রবারই এরা এসে পৌঁছেছিলেন। ফেরার নির্দেশ পেয়ে স্বভাবতই মন খারাপ পর্যটকদের। অনেকে ইতিমধ্যে ফেরার বাসও ধরে ফেলেছেন। তেমনই একজন বারুইপুরের সন্দীপ মুখার্জী জানালেন, ‘ছোট খাটো রিফ্রেসমেন্ট দিঘা ছাড়া কোথায় হয় বলুন? অফিস থেকেই এসেছিলাম শুক্রবার বিকালে, রবিবার বিকালে ফেরার কথা কিন্ত দুর্ভাগ্য প্রকৃতি সহায় হলনা আবার কবে আসা যায় দেখি।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দিঘায় সকালেই রুটমার্চ করেছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ। দিঘা সহ আশেপাশের উপকূলবর্তী এলাকায় ফ্লাড সেন্টার খোলা হয়েছে। প্রয়োজনে মানুষজনকে সরিয়ে আনার জন্য। 

RELATED ARTICLES

Most Popular