Homeআন্তর্জাতিকগোটা বিশ্বে দ্বিতীয় স্থানে ব্রাজিল, করোনা সংক্রমিত ব্রাজিলের প্রেসিডেন্ট জৈর বলসোনারো

গোটা বিশ্বে দ্বিতীয় স্থানে ব্রাজিল, করোনা সংক্রমিত ব্রাজিলের প্রেসিডেন্ট জৈর বলসোনারো

ওয়েব ডেস্ক : গোটা বিশ্বে ক্রমশ জাঁকিয়ে বসছে করোনা। বিশ্বে এখনও পর্যন্ত প্রায় এক কোটির ওপর মানুষ করোনায় সংক্রমিত। থামার তো নামই নেই বরং দিন দিন বাড়ছে সংক্রমণের গতি৷ মঙ্গলবার এমনটাই জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টের জেনারেল। এরই মধ্যে আবার সংক্রমণ বাধিয়ে বসেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জৈর বলসোনারো। গত কয়েকদিন আগে তিনিও করোনা পজিটিভ ধরা পড়েছেন।

জানা গিয়েছে, গোটা বিশ্ব যখন করোনায় জর্জরিত। সব দেশকে পিছনে ফেলে এই মূহুর্তে আক্রান্ত ও মৃতের নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে ব্রাজিল। এই পরিস্থিতিতেও এতদিন করোনাকে বিশেষ পাত্তা দিচ্ছিলেন না ব্রাজিলের প্রেসিডেন্ট। মানেননি সোশ্যাল ডিস্টেন্সিং। এমনকি অনেক সময়ে স্বাস্থ্যবধি না মেনে মাস্ক, গ্লাভস ছাড়াই এদিক ওদিক ঘুরেছেন,এমনকি বহু সমর্থকদের সঙ্গে মিশেছেন। এরপর মঙ্গলবার টুইটারে নিজেই তার করোনা পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন। তবে করোনায় সংক্রমিত হলেও আপাতত শারীরিক ভাবে তার কোনও অসুবিধা হচ্ছে না বলে জানান ব্রাজিলের রাষ্ট্রপতি। এমনকি হেঁটে চলে ঘুরতে চান কিন্তু ডাক্তাররা মানা করায় তার সেই ইচ্ছা পূরণ হচ্ছে না।

এই মূহুর্তে করোনা সংক্রমণের তালিকায় বিশ্বে দ্বিতীয় স্থানে ব্রাজিল। সেখানে এ পর্যন্ত প্রায় ১৫ লক্ষ লোক করোনা সংক্রমিত। অন্যান্য দেশকে পিছনে ফেলে এ পর্যন্ত ব্রাজিলে ৬৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। মৃতের নিরিখেও বিশ্বে দ্বিতীয়স্থানে। তবে বিশেষজ্ঞদের দাবি, অন্যান্য দেশ বিশেষত আমেরিকার তুলনায় ব্রাজিলে টেস্ট অনেক কম। যদি ঠিক মতো টেস্ট করা হয় তবে সংক্রমণের সংখ্যা অনেক বেশি বলেই মনে করা হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular