অরুণ কুমার সাউ,তমলুক : ব্রতচারী আন্দোলনের স্রষ্টা গুরুজী গুরুসদয় দত্ত। আজ ১০ মে রবিবার গুরুসদয় দত্তের ১৩৯ তম জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য জানালেন পূর্ব মেদিনীপুর জেলার ব্রতচারী দীক্ষায় দীক্ষিত সকল ছাত্র-ছাত্রী, প্রশিক্ষক-প্রশিক্ষিকা, ব্রতচারী নায়ক ও ব্রতচারী ভাবাদর্শী প্রিয়জনেরা।
ব্রতচারী আন্দোলনের প্রবর্তক, সমাজসেবী, কর্মের মধ্য দিয়ে আনন্দ দান ও ঐক্য উপাদানের পন্থার পথপ্রদর্শক ছিলেন গুরুসদয় দত্ত। বাংলাদেশের শ্রীহট্ট জেলার বীরশ্রী গ্রামে ১৮৮২ সালের ১০ মে গুরুসদয় দত্ত জন্মগ্রহণ করেন। ১৯৩১ সালে লোকনৃত্য, লোকসংগীত, লোকশিল্পের নমুনা সংগ্রহ, রক্ষা এবং গবেষণার জন্য বঙ্গীয় পল্লী সম্পদ রক্ষা সমিতি গড়ে তোলেন। বীরভূম জেলা থেকে ১৯৩২ সালে ব্রতচারী আন্দোলন শুরু করেন ।১৯৩৪ সালে ব্রতচারী সমিতি গড়ে তোলেন ।
পল্লীর নিজস্ব সংস্কৃতি, শিল্পধারা, কলা, নৃত্য, গীত, ভাব, ছন্দ, শৃঙ্খলা,ধারা ও রুপ- এমনকি দেশের ধুলি বালি কনা পর্যন্ত ব্রতচারীর কাছে পরম পবিত্র। ব্রতচারী আন্দোলন সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ” ব্রতচারী প্রনালী এনে দেবে দেহের শক্তি, প্রানের আনন্দ, কর্মের পটুত্ব, চরিত্রের দৃঢ়তা ও লোকহিত সাধনের আকাঙ্ক্ষা ও উৎস। গড়ে উঠবে এক পূর্ন শক্তি মান স্ব-ধারা সমৃদ্ধ জাতি ও দেশ”।
আজ লকডাউনের মধ্যে জাতির সকল মন-প্রান ও কন্ঠের মধ্যে সমতান ও সমছন্দে ভরে উঠলো । বাড়িতে থেকে পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় ব্রত চর্চার মধ্য দিয়ে আজ দিনটি অতিবাহিত হয়। ঘরে থেকে ব্রতচর্চা করে তমলুক ব্লকের ছাত্র দীপ মাইতি। বাড়িতে থেকে ব্রতচারী “বীরনৃত্য ” পরিবেশন করেন তমলুকের। স্নেহা চৌধুরী। ব্রতচারী আন্দোলনের স্রষ্টা গুরুসদয় দত্ত সম্পর্কে কিছু কথা অনলাইন -এ পরিবেশন তমলুকের ভুবনকালুয়া গ্রামের শ্রেষা প্রামানিক। ঘরে ব্রতচর্চায় ছোটদের “বারোপন” গানে নৃত্য পরিবেশন করেন তমলুকের
জয়রামবাটীর শুভ্রা দাস ও ব্রত নৃত্য – “কোদাল চালাই” পরিবেশন প্রীতি দাস, ছড়া- “কা কা কা” পরিবেশন করে দিপন দাস।ব্রত নৃত্য- “তরুণ দল” পরিবেশন করেন বনমালী কালুয়ার রাজনন্দিনী ঘোড়াই। ব্রত চর্চা ব্রত নৃত্য – “ভগবান হে খোদাতালা হে” পরিবেশন করেন প্রিয়া দাস।ময়না রাধাবল্লভচক সারদাময়ী বিদ্যাপীঠ বিদ্যালয় এর শিক্ষক দীলিপ কুমার পাত্র ও তার ছেলে সৌভাগ্য পাত্র বাড়িতে থেকে যোগ ব্যায়াম ও ব্রতচারী নৃত্যের মাধ্যমে শ্রদ্ধা জানান। দিলীপ বাবু বলেন ,“দেহ আর মন নিয়ে শরীর। শরীর সুস্থ থাকলে তাকেই স্বাস্থ্য বলা হয়, তার জন্য প্রত্যেক দিন ব্যায়াম করা প্রয়োজন।”
বিশ্বভুবনের ব্রতচারী প্রশিক্ষণ কেন্দ্র রাধামনি শিশু কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্রতচারী নৃত্য প্রশিক্ষক গায়ত্রী জানা ও দীপঙ্কর প্রামানিক উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে
ব্রতচারী নৃত্য, গীত, প্রনীতি, দর্শন, পি টি, ড্রিল, ছড়া, যোগব্যায়াম এর মাধ্যমে প্রশিক্ষণ কেন্দ্রে গুরুসদয় দত্তের জন্মদিন পালন করেন। ওই প্রশিক্ষণ কেন্দ্রের বাকি সকল ব্রতচারী বৃন্দ আজ ব্রতচারী পোশাকে বাড়িতে বসে পালন করে তার তার ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন।