গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমানঃ ‘বিল ,খাল ,পুকুর দিয়ে বাংলা আর বাঙালিকে শেষ করা যাবেনা। বাঙালি শুধুই বাংলা দেশে বা পশ্চিম বাংলাতেই সীমাবদ্ধ নেই, বিশ্বের প্রান্তরে প্রান্তরে বাঙালি ভাষা, বাঙালি সংস্কৃতি অবস্থান করছে। সে অবস্থান ক্রমশ শক্তিশালী হচ্ছে তাই বিদেশেও এখন বাংলা ভাষা মর্যাদা পায়। এরকমই একটি সমৃদ্ধ জাতিকে মাঝরাতে কোনও বিল এনে শেষ করা যায়না।” মঙ্গলবার এভাবেই বাংলার গরিমা নিয়ে গর্ব প্রকাশের পাশাপশি কেন্দ্র সরকারের ক্যাব বা সিটিজেন এমেণ্ডমেন্ট বিলের বিরোধিতা করলেন কবি সুবোধ সরকার।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মঙ্গলবার ২৮তম কাটোয়া বইমেলার উদ্বোধন করতে কাশীরাম দাস বিদ্যায়তনের মাঠে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন সরকার। সরকার আরও জানিয়েছেন, ভোটের রাজনীতির স্বার্থে যারা বাংলাকে শেষ করতে চাইছেন তাঁদের জানা উচিৎ বাংলা এসব বিভেদের রাজনীতি মানেনি মানবেনা। যারা এটা করতে আসবে উল্টে তারাই শেষ হয়ে যাবে বাঙালির সমবেত জ্বলে ওঠার কাছে ।”
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বর্ণপরিচয় মঞ্চে বইমেলার উদ্বোধন মঞ্চে সরকার ছাড়াও উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমা পুলিশ শাসক ত্রিদিব সরকার,কাটোয়া থানার আই সি বিকাশ সাহা,কাটোয়া পৌরসভার নির্বাহী আধিকারিক তাপস ভট্রাচার্য, কাটোয়া পৌরসভার আধিকারিক সায়ন মুখার্জ্জী, ডাঃ গোবিন্দরাম মান্না,ডাঃ পরেশনাথ বন্দ্যোপাধ্যায়, বইমেলা কমিটির সাধারণ সম্পাদকদ্বয় সাংবাদিক চন্দ্রনাথ মুখোপাধ্যায় ও শ্রীমন্ত মজুমদার,বইমেলা কমিটির সহ সভাপতি ডঃ তুষার পণ্ডিত সহ অন্যান্যরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এবারে বইমেলার তোরণ সুভাষ মুখোপাধ্যায়ের নামে নামাঙ্কিত। আনন্দ পাবলিশার্স, দেজ পাবলিশার্স, পারুল প্রকাশনী প্রভৃতি বিভিন্ন প্রকাশনী সহ জেলার প্রকাশকরা মিলিয়ে ৫১টি বই স্টল রয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রকাশিত হয় ডাঃ গোবিন্দরাম মান্না রচিত ফুলঝুরি,ডঃ তুষার পণ্ডিত রচিত সেই নাকছাবিটা,চন্দ্রনাথ মুখোপাধ্যায় রচিত বিজন বেলার বেত্তান্ত সহ কয়েকটি গ্রন্থ।
বইমেলায় প্রতিদিন রয়েছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ,শ্রুতিনাটক,নকল সংসদ,কবিসভা, আবৃত্তি, লোকসংগীত, গীতিনাট্য, নৃত্যানুষ্ঠান,নাটক,ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,সুভাষ মুখোপাধ্যায়কে নিয়ে আলোচনা সভা সহ ইত্যাদি।বইমেলা চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত।