Homeঅন্যান্যমুখ্যমন্ত্রীর সভার আগে বড় চমক,মালদায় তৃণমুলে যোগ মিমের সদস্যদের

মুখ্যমন্ত্রীর সভার আগে বড় চমক,মালদায় তৃণমুলে যোগ মিমের সদস্যদের

নিউজ ডেস্ক:বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু মুসলিম ভোট টানতে উদ্যোগী মিম।সবকটা আসনে প্রার্থী দিতে তারা বদ্ধপরিকর।একেই বিজেপির আগ্রাসী মনোভাব তারওপর মিমের হঠাৎ মাথা তুলে দাড়ানো এই দুই নিয়ে জেরবার শাসকদল তৃণমুল কংগ্রেস।ঘর সামলাতে ব্যস্ত তৃণমুল সুপ্রিমো।এত অন্ধকারের মাঝেই আশার কিরণ দেখতে পেল তৃণমুল বলা চলে।

মালদায় মুখ্যমন্ত্রীর সভার কয়েক ঘণ্টা আগে মিম থেকে তৃণমূলে যোগদান করল দশটি ব্লকের দায়িত্বে থাকা দশজন নেতৃত্ব সহ জেলার দায়িত্বে থাকা মিমের জেলা সভাপতি । বিজেপিকে রুখতে মিম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন, এমনটাই দাবি করেছেন মিমের জেলার নেতা সাবির আহমেদের।

মিম থেকে আসা জেলা নেতা সাবির আহমেদ জানান, বিজেপির সঙ্গে একটি গোপন আঁতাত রেখে সারা রাজ্যে মিম রাজনীতি করছে। বিজেপি যাতে এই রাজ্যে আসে তার চেষ্টা চলছে। মুসলিম ভোটকে আলাদা করে বিজেপিকে সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে।তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাত শক্ত করতে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তারা।

অন্যদিকে তৃণমুল জেলা সভাপতি মৌসম নুর জানান,মুখ্যমন্ত্রীর সভার আগে দলের শক্তি বৃদ্ধি হওয়া উপরি পাওনা।বিধানসভা নির্বাচনে মালদার সবকটি আসনে তৃণমুল জয়ী হবেই।

RELATED ARTICLES

Most Popular