নিজস্ব সংবাদদাতা: আবারও পথ আইনকে বুড়ো আঙুল দেখানোর মাশুল দিয়ে মৃত্যুর মুখে ঢলে পড়লেন তিন বন্ধু। পেশায় বেসরকারি গাড়ির চালক তিন যুবকের একই সাথে মৃত্যুর ঘটনায় হাহাকার নেমে এসেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোপালশোল গ্রামে। আছাড়ি পাছাড়ি কান্নার রোল তিন যুবকের।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মঙ্গলবার ও বুধবারের সন্ধিক্ষনে গভীর রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর গড়বেতা থানার ভাটমারা এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর। পুলিশ জানিয়েছে মৃতরা হলেন, জলধর সর্দার (২৭ ) প্রসেনজিৎ ওরফে প্রশান্ত সিংহ (২৪) ও রাজু সর্দার (২৫) ।গড়বেতার গোপালশোল গ্রামের এই তিনজনই বিভিন্ন বেসরকারি গাড়ির চালাতেন এবং নিজেদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। যেখানে যেত একসংগেই যেত।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গ্রামবাসীরা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে নিজেদের কাজকর্ম সেরে তিনজন একটি বাইক করে গড়বেতারই খড়িকাশুলি গ্রামে বনদেবী মাচাইসিনির পুজো ও মেলা দেখতে গিয়েছিলেন। রাত সাড়ে ১২ টা নাগাদ ফের ওই বাইকেই ৩ জন ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ভাটমারা এলাকায় একটি জাতীয় সড়কের একটি মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি পিক আপ ভ্যানের সামনে পড়ে যান তাঁরা। দুটি যানই দুরন্ত গতিতে থাকায় বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তিনজনই।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তিনজনেরই মাথার খুলি চৌচির হয়ে যায়। অতিরিক্ত রক্তপাতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। বুধবার সকালে ৩ জনেরই দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক পিক আপ ভ্যানটিকে আটক করেছে। স্থানীয় অধিবাসীদের বক্তব্য মাথায় হেলমেট ছিলনা কারুরই। পুলিশ জানিয়েছে প্রচণ্ড ধাক্কায় বাইকটি টুকরো টুকরো হয়ে গেছে। সেগুলি সংগ্রহ করেছে পুলিশ।