নিজস্ব সংবাদদাতা, কেশপুর, পশ্চিম মেদিনীপুর: প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে, স্থানীয় বিবেকানন্দ কোচিং সেন্টারে ও স্থানীয় অধিবাসীদের সহযোগিতায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো কেশপুরের ব্রাহ্মণডিহায়। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুর চক্রের ব্রাহ্মণডিহা প্রাথমিক বিদ্যালয়ে। শিবিরে ২ জন মহিলা সহ চব্বিশ জন রক্তদান করেন। ব্রাহ্মণডিহা প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই
শিবিররের উদ্বোধন করেন আমড়াকুচি গ্রাম পঞ্চায়েত প্রধান সুমিত ভট্টাচার্য।
প্রধান অতিথি মেদিনীপুর ডিস্ট্রিক্ট ভলান্টারী ব্লাড ডোনর্স ফোরামের সভাপতি অসীম ধর,তাঁর বক্তব্যে রক্তদানের প্রয়োজনীয়তা বিশদে তুলে ধরেন।কোভিড মহামারীর মাঝে এই উদ্যোগের ভূয়শী প্রশংসা করেন উপস্থিত অতিথি ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
কর্মসূচির সাফল্য কামনা করে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক চিত্তরঞ্জন ওঝা, প্রাক্তন সহ-শিক্ষক রাধারমন খামারী, চড়কা আকবরী হাইস্কুলের প্রাক্তন শিক্ষক বিনোদ বিহারী ওঝা, সহ-শিক্ষক রতন ভঞ্জ প্রমুখ ।অনুষ্ঠানটিতে অগ্রনী ভূমিকা পালন করেন স্থানীয় স্বামী বিবেকানন্দ কোচিং সেন্টারের শিক্ষক মণ্ডলী।রক্তদাতা ও অন্যতম আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী জামিরা প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমীর দোলই, উত্তর তসরআড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সোমনাথ দলবেরা,গঙ্গাসিনী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শঙ্কু সাঁত প্রমুখ। উল্লেখ্য আয়োজক ব্রাহ্মণডিহা বিদ্যালয়ের তিনজন শিক্ষক ও একজন শিক্ষিকা রয়েছেন, এঁদের সবাই এদিন রক্তদান করেন।উপস্থিত নাগদা উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী দিদিমণিরা এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা লক্ষ্মীরাণী ঘোষ শিবির পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।উপস্থিত বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত খামরই, চড়কা গুচ্ছ সম্পদ কেন্দ্রের শিক্ষাবন্ধু মহম্মদ ইউসুফ খাঁন,আগামী দিনে থ্যালাসেমিয়া নির্ণয় শিবির আয়োজন করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন। রক্তদান শিবির সংগঠকদের পক্ষে ব্রাহ্মণডিহা প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক আনন্দমোহন মন্ডল ও সহ-শিক্ষক দীপ্তিপদ রাণা, মোনালিসা জানা, অরিজিৎ পাত্ররা জানান, তাঁরা আগামীদিনে আরো বড় মাপের রক্ত দান শিবির আয়োজন করার চেষ্টা করবেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক, সমাজসেবী ও রক্তদান আন্দোলনের কর্মী
স্নেহাশিস চৌধুরী।